লোকসভা ভোটের রেজাল্ট গণনা চলছে। আজ ৪ জুন মঙ্গলবার দেশের ৫৪২টি আসনে লোকসভা ভোটের ফলাফল জানা যাবে। ১টি আসনে এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। এর মধ্যে ৫১টি অতি গুরুত্বপূর্ণ আসনের দিকে তাকিয়ে দেশবাসী।
এই ৫১টি 'হট সিটে'র মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী আসন, কঙ্গনা রানাউতের মান্ডি আসন, হেমা মালিনীর মথুরা আসন, অরুণ গোভিলের মিরাট আসন এবং শত্রুঘ্ন সিনহার আসানসোল আসন। এই আসনগুলিকে কী ফলাফল? এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আসুন এক নজরে এই ৫১টি হট সিটে চোখ বুলিয়ে নেওয়া যাক।
১. উত্তরপ্রদেশের বারাণসী আসন (প্রাইমারি ট্রেন্ডে ১৭ হাজার ভোটে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী)
বিজেপি র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনাম কংগ্রেসের অজয় রাই
২. মধ্যপ্রদেশের বিদিশা আসন
প্রাক্তন এমপি সিএম শিবরাজ সিং চৌহান বনাম কংগ্রেসের প্রতাপভানু শর্মা
৩. মধ্যপ্রদেশের রাজগড় আসন
কংগ্রেসের আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বনাম বিজেপির রোদমাল নগর
৪. ছত্তিশগড়ের রাজনন্দগাঁও আসন
কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বনাম বিজেপির সন্তোষ পান্ডে
৫. হরিয়ানার কর্নাল আসন
বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বনাম কংগ্রেসের দিব্যাংশু বুধিরাজা
৬. পঞ্জাবের জলন্ধর আসন
কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বনাম বিজেপির সুশীল রিংকু।
৭. কর্ণাটকের বেলগাঁও আসন
বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার বনাম কংগ্রেসের লক্ষ্মী হেব্বালকর
কেন্দ্রীয় মন্ত্রীদের আসনে
৮. গুজরাটের গান্ধীনগর আসন
বিজেপি প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনাম কংগ্রেসের সোনাল প্যাটেল
৯. উত্তরপ্রদেশের লখনউ আসন
বিজেপির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বনাম এসপি-র রবিদাস মেহরোত্রা।
১০. ইউপির আমেঠি আসন
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বনাম কংগ্রেসের কে এল শর্মা
১১. মহারাষ্ট্রের নাগপুর আসন
বিজেপির সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বনাম কংগ্রেসের বিকাশ ঠাকরে।
১২. মহারাষ্ট্রের মুম্বই উত্তর আসন
বিজেপির হয়ে দাঁড়িয়েছেন বস্ত্র ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, বনাম কংগ্রেসের ভূষণ পাটিল।
১৩. হিমাচল প্রদেশের হামিরপুর আসন
বিজেপি-র তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বনাম কংগ্রেস থেকে সাতপাল সিং রাইজাদা।
১৪. অরুণাচল প্রদেশের পশ্চিম আসন
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বনাম কংগ্রেসের নবম টুকি
১৫. বিহারের বেগুসরাই আসন
বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বনাম বিএসপি-র চন্দন কুমার দাস।
১৬. গুজরাটের পোরবন্দর আসন
বিজেপি থেকে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বনাম কংগ্রেসের ললিত ভাই ভাসোয়া
১৭. ওড়িশার সম্বলপুর আসন
বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বনাম কংগ্রেসের নগেন্দ্র প্রধান
১৮. কর্ণাটকের ধারওয়াড় আসন
বিজেপি প্রার্থী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বনাম কংগ্রেসের বিনোদ আসুতি
এই সেলিব্রিটিদের আসনে নজর রাখুন
১৯. হিমাচল প্রদেশের মান্ডি আসন
বিজেপি প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাউত বনাম কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।
২০. ইউপির মথুরা আসন
বিজেপি প্রার্থী অভিনেত্রী হেমা মালিনী বনাম কংগ্রেসের মুকেশ ধাঙ্গর
২১. ইউপির মিরাট আসন
বিজেপি থেকে অভিনেতা অরুণ গোভিল বনাম এসপি-র সুনীতা ভার্মা
২২. পশ্চিমবঙ্গের আসানসোল আসন
TMC-র হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা বনাম বিজেপির এসএস আহলুওয়ালিয়া।
২৩. ইউপির গোরক্ষপুর আসন
বিজেপির অভিনেতা রবি কিষাণ বনাম এসপির কাজল নিষাদ।
২৪. হরিয়ানার গুরগাঁও আসন
কংগ্রেসের অভিনেতা রাজ বব্বর বনাম বিজেপির রাও ইন্দ্রজিৎ সিং।
২৫. ইউপির আজমগড় আসন
বিজেপির অভিনেতা দীনেশ লাল নিরহুয়া বনাম এসপির ধর্মেন্দ্র যাদব
২৬. বিহারের কারাকাট আসন
স্বতন্ত্র অভিনেতা পবন সিং বনাম এনডিএ প্রার্থী উপেন্দ্র কুশওয়াহা
২৭. পশ্চিমবঙ্গের বহরমপুর আসন
তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান বনাম কংগ্রেসের রাজ্য প্রধান অধীর রঞ্জন চৌধুরী
রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ আসন
২৮. কর্ণাটকের হাসান আসন
জেডিএস+বিজেপি বনাম কংগ্রেসের শ্রেয়াস প্যাটেলর প্রজওয়াল রেভান্না।
২৯. ইউপির কায়সারগঞ্জ আসন
বিজেপির করণ ভূষণ সিং বনাম এসপির ভগত রাম মিশ্র
৩০. কেরলের ওয়ানাড আসন
প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী বনাম বিজেপির কে. সুরেন্দ্রন
৩১. উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন
কংগ্রেসের রাহুল গান্ধী বনাম বিজেপির দীনেশ প্রতাপ সিং
৩২. ইউপির কনৌজ আসন
প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির এসপি প্রধান অখিলেশ যাদব বনাম বিজেপির সুব্রত পাঠক।
৩৩. তেলেঙ্গানার হায়দ্রাবাদ আসন
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বনাম মাধবী লতা বিজেপির (ওয়াইসি ট্রেন্ডে এগিয়ে আছেন)
৩৪. জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসন
প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি প্রধান মেহবুবা মুফতি বনাম ন্যাশনাল কনফারেন্সের মিয়া আলতাফ আহমেদ
৩৫. জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসন
ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বনাম জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সাজ্জাদ লোন
৩৬. বিহারের সরন আসন
আরজেডির লালু যাদবের মেয়ে রোহিণী আচার্য বনাম বিজেপির রাজীব প্রতাপ রুডি।
৩৭. ইউপির মইনপুরী আসন
এসপির ডিম্পল যাদব বনাম বিজেপির জয়বীর সিং
৩৮. মধ্যপ্রদেশের গুনা আসন
বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বনাম কংগ্রেসের যাদবেন্দ্র রাও
৩৯. বিহারের হাজিপুর আসন
এলজেপি (এনডিএ)র চিরাগ পাসওয়ান বনাম শিব চন্দ্র রাম
৪০. তামিলনাড়ুর কোয়েম্বাটুর আসন
বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই বনাম ডিএমকে-র গণপতি রাজকুমার।
৪১. নয়াদিল্লি আসন
বিজেপির বনসুরি স্বরাজ বনাম সোমনাথ ভারতী AAPর
৪২. দিল্লির উত্তর-পূর্ব আসন
বিজেপির মনোজ কুমার তিওয়ারি বনাম কংগ্রেসের কানহাইয়া কুমার
৪৩. মহারাষ্ট্রের বারামতি আসন
এনসিপি (এসপি)র সুপ্রিয়া সুলে বনাম এনসিপির সুনেত্রা পাওয়ার।
৪৪. রাজস্থানের বারমের আসন
স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র ভাটি বনাম কংগ্রেস প্রার্থী উমেদারাম বেনিওয়াল।
৪৫. বিহারের পূর্ণিয়া আসন
জেডিইউর স্বতন্ত্র প্রার্থী পাপ্পু যাদব বনাম সন্তোষ কুমার কুশওয়াহা।
৪৬. মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া আসন
কংগ্রেসের নকুল নাথ বনাম বিজেপির বিবেক সাহু।
৪৭. চণ্ডীগড় আসন
কংগ্রেসের মনীশ তিওয়ারি বনাম বিজেপির সঞ্জয় ট্যান্ডন
৪৮. পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসন
টিএমসির মহুয়া মৈত্র বনাম বিজেপির অমৃতা রায়
৪৯. ইউপির সুলতানপুর আসন
বিজেপির মানেকা গান্ধী বনাম এসপির রাম ভুয়াল নিষাদ
৫০. বিহারের পাটনা সাহেব আসন
বিজেপির রবিশঙ্কর প্রসাদ বনাম কংগ্রেসর আনশুল অভিজিত
৫১. ওড়িশার পুরী আসন
বিজেপির সম্বিত পাত্র বনাম বিজেডির অরুণ পট্টনায়েক।