জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে নির্বাচন কমিশনের বাধা নেই। কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে, 'বোকা বানানো হচ্ছে' সাধারণ মানুষদের। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই লিখেছেন তিনি।
গত ৩১ মার্চ ভয়ানক ঘুর্ণিঝড় আছড়ে পড়েছিল জলপাইগুড়ি ও তার সংলগ্ন এলাকায়। ঝড়ের তান্ডবে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল বহু বাড়িঘর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন লোকসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের বিধি জারি রয়েছে। তাই বাড়ি তৈরিতে টাকা বরাদ্দ করা যাচ্ছে না। এক্ষেত্রে ইলেকশন কমিশন ছাড় দিলে তবেই রাজ্য সরকার তাঁদের বাড়ি তৈরি করে দিতে পারবে।
কিন্তু উল্টো দাবি করছেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে তাঁর দাবি, 'গত ৯ এপ্রিল মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) থেকে এক্স গ্রেশিয়া এবং হাউস বিল্ডিং অনুদানে ছাড় দিয়েছে নির্বাচন কমিশন। ঘরহারা মানুষদের যাতে যত দ্রুত সম্ভব বাড়ি তৈরি করে দেওয়া যায়, সেই জন্য এই ছাড়।'
এর পাশাপাশি , শুভেন্দুর দাবি, দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষার উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ করার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনও রকম ছাড়পত্র দেয়নি। ফলে, সমস্যার সন্মুখীন হচ্ছেন জলপাইগুড়ি ও ময়নাগুড়ির সাধারণ মানুষ।
এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন , 'আপনি কিছু লোককে চিরকাল বোকা বানাতে পারেন, সব লোককে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু সবাইকে সব সময় বোকা বানাতে পারবেন না।' তিনি বলেন, 'সাধারণ মানুষেরা মূর্খের স্বর্গে বাস করছে। জন্মগত মিথ্যাবাদীরা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে চলেছে।'