লোকসভা নির্বাচন এখনও শুরু হয়নি। তার আগেই তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে কীভাবে দেশ চালাবেন, তার প্রস্তুতি সেরে ফেলেছেন নরেন্দ্র মোদী। সোমবার এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানালেন। বললেন, 'আমার ১০০ দিনের পরিকল্পনা তৈরি।'
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, ২০২৪ এবং ২০৪৭ আলাদা। তাঁর কথায়, ২০৪৭ সালে দেশে স্বাধীনতার ১০০ বছর পূর্তি হবে।এই সময়ের মধ্যে প্রত্যেক নাগরিকেরই নিজস্ব লক্ষ্য থাকবে। তাঁর কথায়, 'আগামী ২৫ বছর দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।'
তৃতীয় বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে দেশ চালানোর সব প্রস্তুতি তিনি সেরে ফেলেছেন বলে এদিন জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 'আমি মনে করি না, সব কাজ করে ফেলেছি। অনেক কিছু করার আছে। কারণ আমাদের দেশে কত কিছু প্রয়োজন রয়েছে। প্রতিটি পরিবারের স্বপ্ন রয়েছে, সেগুলি কীভাবে পূরণ হবে, তা আমার হৃদয়ে রয়েছে। তাই বলছি, যা হয়েছে তা ট্রেলার। আরও অনেক কিছু করতে চাই। ভোটের আগেই পরিকল্পনা করে রেখেছি। গত ২ বছর ধরে কাজ করে চলেছি, যাতে ২০৪৭ সালটা মনে রাখার মতো হয়। তাই দেশের প্রায় ১৫ লক্ষ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তাঁরা আগামী ২৫ বছরে দেশকে কেমন দেখতে চান, সে ব্যাপারে জেনেছি।'
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এআই-এর সাহায্য নেওয়া হয়েছে। আগামী ২৫ বছরের জন্য প্রতিটি দফতরে অফিসারদের নিয়ে টিম তৈরি করা হয়েছে। মোদী আরও বলেছেন, '২০১৯ সালে নির্বাচনের আগেও ১০০ দিনের কাজের পরিকল্পনা সেরে গিয়েছিলাম। যখন ফিরলাম, ৩৭০ ধারা রদ করা হল প্রথম ১০০ দিনের মধ্যে। UAPA বিল পাশ করা হল।'
অন্য দিকে, এদিন ইডির ভূমিকা নিয়ে মুখ খুলেছেন মোদী। বলেছেন, 'ইডি যেসব মামলা রুজু করেছে, তা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই।' তাঁর কথায়, 'সৎ মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে যাঁরা দুর্নীতিতে যুক্ত, তাঁদের ভয় পেতে হবে।'