scorecardresearch
 

PM Modi: 'আদানি-আম্বানিদের থেকে কত টাকা তুললেন? ডাল মে কুছ কালা,' কংগ্রেসকে নিশানা মোদীর

এতদিন আদানি-আম্বানিদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। এবার দেশের দুই নামী শিল্পপতির নাম নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। তেলঙ্গানায় নির্বাচনী সভায় কংগ্রেসকে টার্গেট করে মোদীর প্রশ্ন, 'হঠাৎ আদানি-অম্বানির নাম নেওয়া কেন বন্ধ করল কংগ্রেস? কত কালো টাকা নিয়েছো ওঁদের থেকে?' প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য লোকসভা নির্বাচনের আবহে নয়া মাত্রা যোগ করল। 

Advertisement
হাইলাইটস
  • কংগ্রেসকে ফের নিশানা প্রধানমন্ত্রীর।
  • রাহুলকে নাম না করে নিশানা মোদীর।
  • আদানি-আম্বানিদের নিয়ে সরব মোদী।

এতদিন আদানি-আম্বানিদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। এবার দেশের দুই নামী শিল্পপতির নাম নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। তেলঙ্গানায় নির্বাচনী সভায় কংগ্রেসকে টার্গেট করে মোদীর প্রশ্ন, 'হঠাৎ আদানি-অম্বানির নাম নেওয়া কেন বন্ধ করল কংগ্রেস? কত কালো টাকা নিয়েছো ওঁদের থেকে?' প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য লোকসভা নির্বাচনের আবহে নয়া মাত্রা যোগ করল। 

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, 'আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, গত ৫ বছরে কংগ্রেসের যুবরাজ (রাহুলকে এভাবেই সম্বোধন করেন মোদী) রোজ সকালে উঠে জপ করতে। ৫ বছর ধরে ৫ শিল্পপতির নাম জপ করতেন। তারপরে ধীরে ধীরে আদানি-আম্বানিদের নাম নিলেন। কিন্তু নির্বাচন ঘোষণা হতেই আম্বানি-আদানিদের নাম নেওয়া বন্ধ করে দিলেন।'

এরপরেই মোদীর প্রশ্ন, 'কত বস্তা কালো টাকা টুরি করেছেন? কংগ্রেসের কাছে কি নোট ভর্তি টেম্পো পৌঁছেছে?  কী ডিল হয়েছে? রাতারাতি আম্বানি-আদানিকে তিরষ্কার করা বন্ধ করে দিলেন। নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। দেশের মানুষের কাছে জবাব দিতে হবে।'

আরও পড়ুন


রাহুলকে অতীতেও নানা সময় আক্রমণ করেছেন মোদী। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুলকে কটাক্ষের সুরে মোদী বলেছিলেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।' এর আগে,লোকসভার ভাষণেও রাহুলকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, 'একই প্রোডাক্ট বার বার লঞ্চ করার চক্করে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে।' 

 রাহুলের 'শক্তি' মন্তব্য নিয়েও সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, 'ইস্তেহার প্রকাশ করেছে ইন্ডি জোট। শক্তিকে শেষ করার কথা বলেছে ওরা। চ্যালেঞ্জ গ্রহণ করলাম।' শক্তিকে নারীর প্রতীক বলে বর্ণনা করে মোদী বলেন, 'একদিকে ওরা শক্তিকে বিনাশ করার কথা বলছে। আবার অন্য দিকে, শক্তির আরাধনা করছে।' কে শক্তির আশীর্বাদ পাবেন এবং কে শক্তিকে বিনাশ করবেন, তা ৪ জুনই জানা যাবে, তেলঙ্গানার সভায় এভাবেই রাহুলের শক্তি-মন্তব্যকে হাতিয়ার করেন মোদী। তাঁর কথায়,'৪ জুন লড়াই হবে।' 'ভারত জোড়া ন্যায় যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে রাহুল শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন যে, 'হিন্দু ধর্মে একটা শক্তি আছে। আমাদের লড়াই মোদী বা বিজেপির বিরুদ্ধে নয়, একটি শক্তির বিরুদ্ধে।'

Advertisement

TAGS:
Advertisement