scorecardresearch
 

Prashant Kishor Lok Sabha Prediction: পশ্চিমবঙ্গে লোকসভায় BJP ও TMC-র কত সিট? PK-র অনুমান যা বলছে...

আমার মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে BJP-ই এক নম্বর হতে চলেছে। লোকসভা ভোটের আগে এমনই 'ভবিষ্যদ্বাণী' করলেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, বিরোধীরা অনেক সুযোগ নষ্ট করেছে। ফলে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপি-র সিট বাড়বে।

Advertisement
লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের লোকসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
হাইলাইটস
  • 'আমার মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে BJP-ই এক নম্বর হতে চলেছে,' লোকসভা ভোটের আগে এমনই 'ভবিষ্যদ্বাণী' করলেন প্রশান্ত কিশোর।
  • তাঁর মতে, বিরোধীরা অনেক সুযোগ নষ্ট করেছে।
  • ফলে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপি-র সিট বাড়বে। ৩০০-রও বেশি আসনে উঠতে পারে গেরুয়া ঝড়।

'আমার মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে BJP-ই এক নম্বর হতে চলেছে,' লোকসভা ভোটের আগে এমনই 'অনুমান' করলেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, বিরোধীরা অনেক সুযোগ নষ্ট করেছে। ফলে পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপি-র সিট বাড়বে। ৩০০-রও বেশি আসনে উঠতে পারে গেরুয়া ঝড়। এমনটাই মনে করছেন রাজনৈতিক পরামর্শদাতা। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। 

আপাতত কর্ণাটক বাদ দিলে, দেশের এই দুই অংশে এখনও বিজেপি পিছিয়ে। কিন্তু সেই ছবিই এবার বদলাতে পারে বলে মনে করছেন প্রশান্ত কিশোর। পিটিআই-কে তিনি বলেন 'আপাতভাবে বিজেপির একচেটিয়া দাপট থাকলেও তারা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- কেউই একেবারে অপ্রতিরোধ্য নয়।' তাহলে বিরোধীরা কিছু করতে পারছে না কেন? প্রশান্ত কিশোরের কথায়, 'বিরোধীদের বিজেপিকে রুখে দেওয়ার ৩টি বড় সুযোগ এসেছিল। কিন্তু আলস্য এবং ভুল স্ট্যাটেজির কারণে সেই সুযোগ তারা হাতছাড়া করেছে।'

প্রশান্ত কিশোর বলেন, 'তেলেঙ্গানায় বিজেপি হয় এক নম্বর, নয় তো দুই নম্বর পার্টি হবে। ওড়িষাতেও যে তারা জিতে এক নম্বরে থাকবে, সেটাও নিশ্চিত। আরও একটা অবাক করার মতো বিষয় হল, আমার মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি-ই এক নম্বর দল হতে চলেছে।'

রাহুল গান্ধীকে নিয়ে কী বললেন?
প্রশান্ত কিশোর সরাসরি রাহুল গান্ধীকে 'বিরতি' নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'রাহুল গান্ধী ভাবছেন তিনিই সব জানেন। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয়, আর আপনি নিজেই সেটা বুঝতে না পারেন, তবে কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে না। ওঁর মনে হচ্ছে, ওঁর এমন একজনের প্রয়োজন যিনি, তিনি যেটা সঠিক মনে করেন, সেটাই বাস্তবায়িত করবেন। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। তাঁর এখন একটি সেমিকোলন ব্যবহার করা উচিত। যখন বিগত ১০ বছর ধরে একই কাজ করেও কোনও ফল মিলছে না, তখন কিছুটা বিরতি নেওয়াতে কোনও ক্ষতি নেই। আপনার উচিত অন্য কাউকে পাঁচ বছরের জন্য চেষ্টা করতে দেওয়া।'

আরও পড়ুন

Advertisement

Advertisement