scorecardresearch
 

Srijan Bhattacharyya: পঞ্চসায়রে সৃজনের প্রচারে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ

সুজনের পর সৃজন। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী। সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তাঁকে ঘিরে চলতে থাকে 'গো ব্যাক' স্লোগান।

Advertisement
যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ফাইল ছবি যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ফাইল ছবি
হাইলাইটস
  • প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
  • তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ।
  • বাম কর্মীদের দাবি, তাঁদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হচ্ছিল।

সুজনের পর সৃজন। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী। সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তাঁকে ঘিরে চলতে থাকে 'গো ব্যাক' স্লোগান।

পঞ্চসায়র এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

উল্লেখ্য, এর আগে, সোমবার দমদম লোকসভা কেন্দ্রের খড়দায় প্রচারে গিয়ে একইভাবে বিক্ষোভের মুখে পড়েন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। খড়দা থানার সামনে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্য়ে হাতাহাতি বেধে যায়। 

আরও পড়ুন

মঙ্গলবার কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি কলোনী এলাকায় প্রচারে বের হন সৃজন ভট্টাচার্য। সেই সময়ই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ির সামনে কয়েকজন বিক্ষোভকারী শুয়ে পড়েন। ওঠে 'গো ব্যাক' স্লোগান।

অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। বাম কর্মীদের দাবি, তাঁদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হচ্ছিল। এরপর তাঁদের পতাকা, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।  যদিও এসবের মুখে দমে যেতে নারাজ সৃজন। তাঁর অভিযোগ, 'এভাবে বামদের রোখার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এভাবে বামদের আটকানো যাবে না।' যাদবপুরে তাঁরাই জিতবেন বলেও দাবি সৃজনের।

Advertisement