scorecardresearch
 

Suvendu Adhikary: স্কুলে-স্কুলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া খাতা, 'নির্বাচনী বিধিভঙ্গ,' ছবি পোস্ট করে নিশানা শুভেন্দুর

ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার 'মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি' কেন? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এতে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে। 

Advertisement
মুখ্যমন্ত্রীর ছবি-সহ খাতা বিতরণ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর ছবি-সহ খাতা বিতরণ নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

ছাত্রছাত্রীদের বিনামূল্যে খাতা দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু সেই খাতার 'মলাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি' কেন? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এতে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে। 

বুধবার নিজের X হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে লেখেন, 'পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, শিক্ষা দফতরের মাথারা জেলে। নগদ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের সরকারি স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে। শিক্ষার মান প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে। কিন্তু কিন্তু কিন্তু... হঠাৎ করেই স্কুল শিক্ষা দফতরের ঘুম ভাঙল। ছাত্রছাত্রীদের বিনামূল্যে নোটবুক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এরপর যদিও শুভেন্দু বলেন, 'আমি এই পদক্ষেপের প্রশংসা করি। আমি স্কুল শিক্ষা দফতরকে স্কুলে-স্কুলে ব্যাগ, পেন্সিল, জ্যামিতি বক্স ও রঙ পেন্সিলও দেওয়ার অনুরোধ জানাই।'

তবে এরপরেই নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, 'যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে এবং মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি, সেহেতু, কভারে তাঁর ছবি সহ নোটবুক বিতরণ করলে তা ইসিআই(ইলেকশন কমিশন)-এর দৃষ্টি আকর্ষণ করতে পারে। @ECISVEEP-এর মনে হতে পারে যে, ভোটার অভিভাবকদের প্রভাবিত করার জন্যই নোটবুক দেওয়া হচ্ছে।'

এরপর শিক্ষা দফতরের উদ্দেশে নয়া পরামর্শও দেন শুভেন্দু। তিনি বলেন, 'খাতা দেওয়া চালিয়ে যেতে চাইলে, স্কুল শিক্ষা দফতর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি-সহ নোটবুক ছাপাতে ও দিতে পারে।'

Advertisement

পোস্টে নির্বাচন কমিশন, ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্য সচিবকে ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী।

Advertisement