অভিষেককে খুন করার চেষ্টা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের হাসনে এক জনসভায় এই দাবি করেন তিনি। তিনি বলেন, অভিষেককে গুলি করে পালিয়ে যেত, ওর বাড়ি রেইকি করা হয়েছে। শনিবার আগামী সপ্তাহে বড় ‘বোমা’ ফাটানোর রথা বলেছিলেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেই মন্তব্যের জের টেনে এদিনও মমতা বলেন, 'নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাব। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে। অভিষেককে তো খুন করতে গেছিলি। ধরে ফেলেছিলাম আমরা। কীভাবে করেছিল? অভিষেকের বাড়ি পর্যন্ত রেইকি করেছে। ফেসটাইমে ফোন করেছে, বলছে, আপকে সাথ বাত ক্যারনা চাতা হু। সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। যারা ওদের বিরুদ্ধে কথা বলে ওরা তাদের মেরে দিতে চায়, জেলে ভরে দিতে চায়, পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। তোমরা যদি মনে করো যে মানুষের ভোটে তোমরা জিতবে, তাহলে এত ভয় দেখানোর কী ছিল।'
পাশাপাশি এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'প্রচারবাবু' বলে কটাক্ষ করেন মমতা। বলেন, 'ঘুম থেকে উঠে দেখবেন প্রচারবাবুর ছবি। ঘুমোতে গেলেও প্রচারবাবুর ছবি। ভারতবর্ষের গণতন্ত্রকে জেলখানায় ভরে রেখেছে। আমরা তা নিয়ে চিন্তিত। কী কাপড় পরতে হবে, কী খেতে হবে তা বলে দেবেন প্রচারবাবু। রোজ শুধু প্রচার করলে হবে? ১০০ দিনের টাকা নেই। কোভিডের সময় কিছুদিন রেশন দিয়েছিল। তারপর বন্ধ করে দেয়। ১২ বছর ধরে রেশন আমরা দিই, তুমি দাও না। মিথ্যেবাদীর দল।'