scorecardresearch
 

Abhishek Banerjee Record Margin: অভিষেক প্রায় ৭ লক্ষ ভোটে এগিয়ে, রাজ্যে সবথেকে বেশি ভোটে জেতার 'রেকর্ড'!

রাজ্যে বাম নেতা অনিল বসুর রেকর্ড ভাঙলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এই প্রথম ৬ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন অভিষেক। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যার মার্জিন রাজ্যের কোনও প্রার্থীর ছিল না। গত দু'বারের ডায়মন্ড হারবারের সাংসদ তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee Record Margin: রাজ্যে বাম নেতা অনিল বসুর রেকর্ড ভাঙলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এই প্রথম ৬ লক্ষ ৮৮ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন অভিষেক। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যার মার্জিন রাজ্যের কোনও প্রার্থীর ছিল না। গত দু'বারের ডায়মন্ড হারবারের সাংসদ তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র থেকে বাম নেতা অনিল বসু ৫ লক্ষ ৯২ হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন। তবে অভিষেক সেসমস্ত রেকর্ড ভাঙতে চলার পথে। শুধু রাজ্য়ই নয়, দেশেও সর্বাধিক ভোটে এগিয়ে গেলেন তিনি। এখনও পর্যন্ত কোনও দলের, কোনও নেতার কাছে এই সংখ্যায় ভোট নেই।

নিজের কেন্দ্রে শেষ প্রচারে অভিষেক ৪ লক্ষ ভোটে জেতার হুঙ্কার দিয়েছিলেন। কেবল ফলতা থেকেই এক লক্ষ ভোটের লিড পাবেন বলে দাবি করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। তবে সেই রেকর্ডও ভাঙতে চলেছেন তিনি।

বাংলায় ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র এই ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের ওপর নজর ছিল সকাল থেকেই। এই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছে মার্জিন। এই ডায়মন্ড হারবার ছিল বামেদের গড়। ২০০৯ সালে পরিবর্তনের হাওয়ায় এই কেন্দ্রে ঘাসফুল ফোটে। এরপর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দখলে রেখেছে তৃণমূল। এবারও তার অন্যথা হওয়ার লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন

প্রাপ্ত ভোটের নিরিখে এখনও পর্যন্ত একসময়ের গড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বামেরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির। এবার জিতে ডায়মন্ড হারবারে  হ্যাটট্রিক করতে চলেছেন অভিষেক, এমনটাই মনে করা হচ্ছে।  

এবার অভিষেকের ভোটের সংখ্যা এখনও ২০১৪ সাল এবং ২০১৯ সালের থেকেও বেশি। অভিষেক দাবি করেন, সারা বাংলার মধ্যে ডায়মন্ড হারবারই জয়ের নতুন রেকর্ড গড়বে।  অভিষেক ২০১৪ সালে ৪০.৭১ শতাংশ ভোট পেয়েছিলেন। সংখ্যার হিসেবে তিনি ভোট পেয়েছিলেন ৫ লাখ ৮ হাজার ৪৮১টি। শেষমেশ কত ব্যবধানে তিনি জয়ী হন এখন তাই দেখার অপেক্ষা।

Advertisement

Advertisement