কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী দেশের জনগণকে বোকা বানাতে চাইছেন বলে মন্তব্য করেন অভিষেক। শনিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে অভিষক বলেন, 'আগেরবারও উনি করেছিলেন। এসব করে উনি লোকজনকে বোকা বানাচ্ছেন আর লোকজন বোকা বনছেন, এরকম ব্যাপার নয়। আমরা তো উলঙ্গ রাজার গল্পটা জানি। এক রাজা ছিল না। বিজেপির নেতারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সভাপতি ৪ মাস ধরে প্রচার করলেন, ৫টা এমন জিনিস বলুন যেটা তারা করে মানুষের জীবনে পরিবর্তন এনেছেন।'
এরপরেই অভিষেকের তোপ, 'বাংলায় এসে বলছে ৩০ থেকে ৩৫ আসনে জেতালে সরকার ফেলে দেব। এটা লজ্জাজনক যে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার কথা বলে ভোট চাইছেন। ধ্যান করে কি কোনও গরিবের জীবনের সমস্যার সমাধান হবে? যদি সমস্যার সমাধান হয় তবে আপনি রোজ ধ্যানে বসুন। ১০০০ টাকার গ্যাস ৪০০ টাকা হলে, ১০০ টাকার পেট্রোল ৫০ টাকায় এলে হবে গরিব মানুষের সুরাহা হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতি বা রাজ্যপাল ৪৫ ঘণ্টা ধ্যানে বসে গেলে আপনাদের জীবনে কী পরিবর্তন হবে? উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সরকারি কোষাগারের ওপর চাপ কেন? জনগণের টাকা খরচ করা হবে কেন? এটা ঠিক নয়। এটা জনগণের টাকার অপচয়। আমিও ধ্যান করেছি কিন্তু মিডিয়াকে কি ফোন করেছি? মিডিয়া এটাকে একটা নাটক বানিয়েছে।'
বিবেকানন্দের মূর্তির সামনে গেরুয়া বসন পরে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর গলায় রুদ্রাক্ষের মালা। জড়ানো গেরুয়া উত্তরীয়। হাতেও নামজপের রুদ্রাক্ষ মালা। এখানে স্বামী বিবেকানন্দ সাধনা করেছিলেন। সেখানে বসে ধ্যান করছেন পিএম মোদী। দেখা যাচ্ছে, কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে বসে রয়েছেন প্রধানমন্ত্রী। ১ জুন চূড়ান্ত ভোটের দিন দুপুর ৩টে পর্যন্ত ধ্যানমগ্ন থাকতে পারেন প্রধানমন্ত্রী।