scorecardresearch
 

Abhishek Banerjee Property: রুজিরার কাছে কত সোনা-অভিষেকের হাতে টাকা কত? সম্পত্তির হিসেব যা বলছে...

এবার লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম নজরকাড়া কেন্দ্র হল ডায়মন্ড হারবার। দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটি দখলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারও নিজের কেন্দ্র দখল রাখতে মরিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'।

Advertisement
অভিষেকের সম্পত্তি জেনে নিন। অভিষেকের সম্পত্তি জেনে নিন।
হাইলাইটস
  • ডায়মন্ড হারবার থেকে লড়ছেন অভিষেক।
  • সম্পত্তির খতিয়ান দিলেন অভিষেক।
  • জেনে নিন, কত কোটির মালিক অভিষেক।

এবার লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম নজরকাড়া কেন্দ্র হল ডায়মন্ড হারবার। দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটি দখলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারও নিজের কেন্দ্র দখল রাখতে মরিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'। অভিষেকের সম্পত্তি নিয়ে বিশেষ কৌতূহল রয়েছে অনেকের। সাম্প্রতিক সময়ে রাজ্যে বিভিন্ন ঘটনাপ্রবাহে বারবার চর্চিত হয়েছে অভিষেকের সম্পত্তির প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে অভিষেকের সম্পত্তি কত, তা জানতে অনেকেই মুখিয়ে। 


নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কোটিপতি অভিষেক। হাতে রয়েছে কয়েক লক্ষ নগদ টাকা, সোনা-রুপোর গয়না। তা হলে জেনে নিন, কত সম্পত্তির মালিক তৃণমূলের 'সেনাপতি'...

অভিষেকের সম্পত্তি

আরও পড়ুন

* নির্বাচন কমিশন জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ৪ মে পর্যন্ত অভিষেকের হাতে নগদ টাকা রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। 

* অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার হাতে কোনও নগদ টাকা নেই। তবে তাঁদের দুই সন্তানের হাতে রয়েছে ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা। 

* অভিষেকের কাছে রয়েছে ৩০ গ্রাম সোনা। ১ মে অনুযায়ী যার বাজারমূল্য ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকা। 

* অভিষেকের কাছে রুপো রয়েছে ৪০ গ্রাম। ৩ মে অনুযায়ী যার বাজারমূল্য ৩ হাজার ৩৪০ টাকা। 

* অভিষেকের এক সন্তানের কাছে রয়েছে ৫০ গ্রাম সোনা। ১ মে অনুযায়ী, যার বাজারমূল্য ৩ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা। 

* অভিষেকের স্ত্রী রুজিরার কাছে রয়েছে প্রায় ৬৫৮ গ্রাম সোনা। ১ মে অনুযায়ী যার বাজারমূল্য ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকা। 

* রুজিরার কাছে রুপো রয়েছে প্রায় ২.৩ কেজি। ৩ মে অনুযায়ী যার বাজারমূল্য ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা। 

Advertisement

* অভিষেকের ঋণ রয়েছে ৩৬ লক্ষ টাকার। 

* অভিষেকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪.৯০ টাকা। 

Advertisement