scorecardresearch
 

Abhishek Banerjee on BJP: 'কখনও ক্ষমতার আস্ফালন দেখাতে নেই,' দিল্লির যাওয়ার আগে বললেন অভিষেক

লোকসভার ফল বের হচেই চাঙ্গা ইন্ডিয়া জোট। এই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোবাধ্যায়। আর দিল্লি যাওয়ার পথেই এনডিএ শিবিরকে খোঁচা দিতে ভুললেন না অভিষেক। বুধবার দুপুরে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি কিং মেকার নন। কিং মেকার এদেশের সাধারণ মানুষ।’

Advertisement
BJP নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অভিষেকের BJP নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অভিষেকের

লোকসভার ফল বের হচেই চাঙ্গা ইন্ডিয়া জোট। এই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোবাধ্যায়। আর দিল্লি যাওয়ার পথেই এনডিএ শিবিরকে খোঁচা দিতে ভুললেন না অভিষেক। বুধবার দুপুরে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি কিং মেকার নন। কিং মেকার এদেশের সাধারণ মানুষ।’

এবার বাংলায় ২৯টি লোকসভা সিটে জয়লাভ করেছে তৃণমূল। গতবারের তুলনায় ফল অনেকটাই ভাল হয়েছে। এই জয়ের পিছনে মমতার পাশাপাশি অভিষেকের অবদানও কম নয়। তৃণমূলনেত্রী মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে সেই কথাও বারবার উল্লেখ করেছেন। মঙ্গলবারই মমতা জানিয়েছিলেন, বুধবার তৃণমূলের হয়ে ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন অভিষেক। এদিন দিল্লির বিমান ধরার আগে অভিষেক বলেন,  ‘‘যারা এক মাস আগে বাংলায় এসে বলেছিল, বিজেপি ৩০টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুস হয়ে যাবে, এখন তাদের সরকার গঠন করা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।’’ এর পরেই অভিষেক বলেন, ‘‘কখনও ক্ষমতার আস্ফালন দেখাতে নেই। কখনও মানুষের ক্ষমতাকে অবজ্ঞা করতে নেই।’’

অভিষের আরও বলেন, “রাম আয়া, ইনসাফ আয়া।” অর্থাৎ প্রভু রাম এসেছেন, তাই ন্যায় এসেছে।  উত্তরপ্রদেশে বিজেপির ধাক্কা এবং রামমন্দির যে লোকসভা কেন্দ্রে সেই ফৈজাবাদে গোহারা হেরেছে গেরুয়া শিবির। এ নিয়েই অভিষেকের খোঁচা, “ওরা বলছিল, ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছে! আমরা ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারি? এই ফল দেখে বলতে হয়, রাম আয়া, ইনসাফ আয়া।” ইন্ডিয়া জোট সরকার গঠন করতে চাইলে কী ভূমিকা নেবে তৃণমূল? এই প্রশ্নের জবাবে অভিষেক জানান, দিল্লিতে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 

আরও পড়ুন

বিজেপি নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, ‘আগে ওদের জিজ্ঞাসা করুন, অব কি বার ৪০০ পারের যে স্লোগান ছিল তার কী হল? তার পর শপথ গ্রহণের কথা। আমি দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এরকম ভবিষ্যদ্বাণী আপনারা করতে থাকুন। আপনারা ২০০ পার বলেছিলেন, তৃণমূল ২০০র বেশি আসন পেয়েছিল। আপনারা বললেন ৩০ আসনে জিতব। তৃণমূল ৩০ আসনে জিতল। আপনারা যত ভবিষ্যদ্বাণী করবেন, আমাদের পক্ষে জনমত আসতে থাকবে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ ও সমস্ত বিজেপি নেতাকে আমি অভিনন্দন জানাই।’

Advertisement

Advertisement