scorecardresearch
 

Mamata Banerjee on Dev: 'দেব, ইউ আর দ্য চ্যাম্পিয়ন,' মঞ্চ থেকে বললেন মমতা, 'দিদির হাত ধরেই এসেছিলাম,' আপ্লুত দেবও

দেব বললেন, ‘২০২৪ সালে আমি জিতব, কী জিতব না, জানি না। তবে দিদির কাছে অনুরোধ, কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন। চাইব, দিদি সেই স্বপ্ন পূরণ করুন।’ সঙ্গে সঙ্গে মমতা বললেন, 'দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকব না। আমরা আমাদেরটা করে নেব।'

Advertisement
Mamata Banerjee and Dev Mamata Banerjee and Dev
হাইলাইটস
  • 'ভাইয়ের আবদার ফেলা যায় না'
  • 'আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি'
  • 'দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন'

রাজনীতি ছাড়ছেন না। লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) লড়বেন। নিজেই ইঙ্গিত দিয়েছেন, ঘাটাল কেন্দ্রে দাঁড়াবেন। যাবতীয় জল্পনায় জল ঢেলে ফের রাজনীতির মূলমঞ্চে টলিউড অভিনেতা দেব। তাই দেবের রাজনৈতিক কেরিয়ারের ইতি ঘিরে যে আলোচনা শুরু হয়েছিল, তা আপাতত বন্ধ। বরং লোকসভা ভোটের আগে তত্‍পরতা শুরু করে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ। আজ অর্থাত্‍ সোমবার দেবকে দেখা গেল হুগলির আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই।

'ভাইয়ের আবদার ফেলা যায় না'

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই দেব ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এখনই রাজনীতি ছাড়ছেন না। বলেছিলেন, 'আমি ছাড়তে চাইলেও, রাজনীতি আমায় ছাড়বে না।' এহেন দেব আজ মমতার সঙ্গেই আরামবাগের সরকারি অনুষ্ঠানে যান। চলতি লোকসভার বিদায়ী ভাষণে দেব ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য দাবি করেছিলেন। এবার মমতাকেই আর্জি জানালেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তব করার জন্য। মমতাও জানালেন, ভাইয়ের আবদার ফেলা যায় না। দেব বললেন, ‘২০২৪ সালে আমি জিতব, কী জিতব না, জানি না। তবে দিদির কাছে অনুরোধ, কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন। চাইব, দিদি সেই স্বপ্ন পূরণ করুন।’ সঙ্গে সঙ্গে মমতা বললেন, 'দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকব না। আমরা আমাদেরটা করে নেব।'

আরও পড়ুন

'আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি'

এদিন মঞ্চে উঠে দেব বলেন, 'আমি ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি। এবার আমি একজনের ওপরেই বিশ্বাস রাখছি, তিনি আমার দলনেত্রী। আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে।'

Advertisement

'ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা দেব আমাকে বলেছে'

মমতা বলেন, 'ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি মুখ্যসচিবের সঙ্গে। ঘাটাল মাস্টারপ্ল্যান আমরা করছি। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিচ্ছিল না বলে প্রকল্পগুলো করা যাচ্ছে না।' এর ফলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ১২৫০ কোটি টাকা লাগবে মাস্টারপ্ল্যানের জন্য।

'দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন'

মঞ্চে উঠে দেবের ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, 'দেব ইউ আর দ্য চ্যাম্পিয়ন। আমি কিন্তু তোমার আবদার রেখেছি।' দেব বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার রাজনীতি শুরু। ঘাটালের মানুষের জন্য আমি আবার ফিরে এসেছি।'

TAGS:
Advertisement