scorecardresearch
 

UP Lok Sabha Election 2024 Result: উত্তরপ্রদেশে INDIA জোটের দাপট, হাড্ডাহাড্ডি লড়াই চলছে

UP Lok Sabha Election 2024 Result: লোকসভা নির্বাচনের রেজাল্টে উত্তরপ্রদেশের ফলের আলাদা গুরুত্ব থাকে। UP-র ৮০টি লোকসভা আসনের প্রবণতা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে কংগ্রেস বেশ ভালই পারফর্ম করছে। গত বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের ফলাফল এতটা ভাল হয়নি। তবে এবার এখনও পর্যন্ত ৭টি আসনে ভালই লিড ধরে রেখেছে কংগ্রেস।

Advertisement
উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি! টেক্কা দিচ্ছে INDIA উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি! টেক্কা দিচ্ছে INDIA
হাইলাইটস
  • এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে কংগ্রেস বেশ ভালই পারফর্ম করছে।
  • এবার এখনও পর্যন্ত ৭টি আসনে ভালই লিড ধরে রেখেছে কংগ্রেস।
  • এখনও পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সমাজবাদী পার্টি ৩৫টি আসনে এগিয়ে রয়েছে।

UP Lok Sabha Election 2024 Result: লোকসভা নির্বাচনের রেজাল্টে উত্তরপ্রদেশের ফলের আলাদা গুরুত্ব থাকে। UP-র ৮০টি লোকসভা আসনের প্রবণতা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে কংগ্রেস বেশ ভালই পারফর্ম করছে। গত বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের ফলাফল এতটা ভাল হয়নি। তবে এবার এখনও পর্যন্ত ৭টি আসনে ভালই লিড ধরে রেখেছে কংগ্রেস।

এখনও পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সমাজবাদী পার্টি ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। সপা ও বিজেপির মধ্যে বেশ জোরদার টক্কর চলছে। কংগ্রেস কোন ৭টি আসনে এগিয়ে? সেগুলি হল সাহারানপুর, আমরোহা, সীতাপুর, রায়বেরেলি, আমেঠি, এলাহাবাদ ও বারাবাঙ্কি। এই সবক'টি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস।

ইউপির এই ৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস

আরও পড়ুন

ইউপির এই ৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস

সাহারানপুরে ইমরান মাসুদ, আমরোহায় কুনওয়ার দানিশ আলি, সীতাপুরে রাকেশ রাঠোর, রায়বেরেলিতে রাহুল গান্ধী, আমেঠিতে কিশোরী লাল, এলাহাবাদে উজ্জ্বল রমন সিং এবং বারাবাঙ্কি আসনে এগিয়ে রয়েছেন তনুজ পুনিয়া।

কে কত ভোটে এগিয়ে?

ইমরান মাসুদ সাহারানপুরে ৬৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আমরোহায় কুনওয়ার দানিশ আলি ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। সীতাপুরে ৭৪,০০০ ভোটে এগিয়ে রাকেশ রাঠোড়। রায়বেরেলিতে রাহুল গান্ধী ১,৭৯,২৪৯ ভোটে এগিয়ে রয়েছেন। আমেঠিতে ৫৫,০০০ ভোটে এগিয়ে কিশোরী লাল। এলাহাবাদে উজ্জ্বল রমন সিং ২২,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। বারাবাঙ্কি আসনে ১ লাখ ৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তনুজ পুনিয়া।

রায়বেরেলি আসনের দিকে এবার সবার নজর ছিল। এই আসনে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে। উত্তরপ্রদেশের যোগী সরকারের মন্ত্রীও তিনি। ২০১৯ সালের নির্বাচনে সোনিয়া গান্ধীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

Advertisement

Advertisement