scorecardresearch
 

West Bengal Lok Sabha Elections 2024: আজ শুরু বাড়ি থেকে ভোট, কীভাবে দিতে পারবেন? যা জানা জরুরি

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সকল ভোটারদের ভোট বাড়িতে গিয়ে নেওয়া হবে। আজ (৫ এপ্রিল) থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এমনিতে প্রথম দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হবে ভোট।

Advertisement
Vote From Home Vote From Home
হাইলাইটস
  • আজ থেকে বাড়ি থেকে ভোট দেওয়া যাবে 
  • বাড়ি থেকে ভোট কী ভাবে দেওয়া যাবে?
  • বাড়ি থেকে ভোট দিতে চাইলে কীভাবে আবেদন করতে হবে?

লোকসভা ভোটগ্রহণ (Lok Sabha Elections 2024) শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে (West Bengal Lok Sabha Elections 2024)। অবাক হওয়ার কিছু নেই। ১৯ এপ্রিলের অনেক আগেই আজ অর্থাত্‍ শুক্রবার থেকেই লোকসভা ভোট শুরু বাংলায়। কীরকম? আজ থেকে বাড়ি বসেই ভোট দিতে পারবেন ৮৫ বছরের বেশি প্রবীণ, বিশেষ ভাবে সক্ষম ও দৃষ্টিহীন ভোটাররা।

আজ থেকে বাড়ি থেকে ভোট দেওয়া যাবে 

নির্বাচন কমিশন জানিয়েছে, এই সকল ভোটারদের ভোট বাড়িতে গিয়ে নেওয়া হবে। আজ (৫ এপ্রিল) থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এমনিতে প্রথম দফার ভোটগ্রহণ ১৯ এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হবে ভোট।

আরও পড়ুন

বাড়ি থেকে ভোট কী ভাবে দেওয়া যাবে?

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, দৃষ্টিহীন এবং ৮৫ বছরের বেশি বয়সের ভোটাররা ভোট দিতে পারবেন বাড়িতে বসেই। ভোট নিতে যাবেন দুজন নির্বাচনী আধিকারিক, একটি ভিডিওগ্রাফার ও একদল নিরাপত্তরক্ষী। ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটে। নির্বাচনী নীতির ২৭ (এ) ধারাটি ২০২০ সালে সংশোধন করা হয়। তাতে আরও কিছু ভোটারকে পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা করে দেওয়া হয়। সেই তালিকায় ছিলেন ৮০ বছরের বেশি বয়সি, যাঁরা ৪০ শতাংশেরও বেশি শারীরিক ভাবে অক্ষম, নির্বাচনী আধিকারিক এবং কোভিড আক্রান্তেরা। 

বাড়ি থেকে ভোট দিতে চাইলে কীভাবে আবেদন করতে হবে?

যাঁরা বাড়িতে বসে ভোট দিতে চান, তাদের জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। কেন বাড়ি থেকে ভোট ভোট দেবেন, কমিশনের নিয়মের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি পড়ছেন কিনা, তার জন্য উপযুক্ত কাগজপত্র জমা দিতে হবে। আবেদন গৃহীত হলে দুইজন নির্বাচনী আধিকারিক যাবেন ভোট গ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার হবেন। 

Advertisement

লোকসভা নির্বাচনে দেশের ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। এর মধ্যে বাংলায় ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি। 

Advertisement