'দেশ মোদীজিকে সাফ জানিয়ে দিয়েছে, আমরা আপনাকে চাই না।' ভোটের রেজাল্ট বেরতেই সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকার গঠন নিয়েও জানিয়ে দিলেন, ৫ জুন অর্থাত্ বুধবার মিটিং হবে ইন্ডিয়া জোটের। সেখানেই সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা হবে ও সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভা ভোট ২০২৪ (Lok Sabha Elections 2024)-এ প্রায় ১০০ আসনের কাছাকাছি পেয়েছে কংগ্রেস। INDIA জোট পেয়েছে ২৩১টি আসন, NDA পেয়েছে ২৯৪টি আসন।
কংগ্রেস কি সরকার গড়ার পথে হাঁটবে?
রাহুল গান্ধীর কথায়, 'আমরা আগেই বলেছি, আমরা শরিকদের সঙ্গে মিটিং করব। আগামিকাল অর্থাত্ ৫ জুন মিটিং করব। সেখানেই সব আলোচনা হবে। আমরা শরিকদের রেসপেক্ট করি। তাদের মত ছাড়া কিছু বলব না প্রেসকে। কাল সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যা ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমরা একটি জোটের শরিক। কংগ্রেস ও বাকি পার্টি আছে। তাদের সঙ্গে কথা বলব। আমরা ইন্ডিয়া জোটের সবাইকে বলেছি, ৫ তারিখের মিটিংয়ে সব আলোচনা করব। তারপর সিদ্ধান্ত নেব।'
'আপনারা সংবিধান বাঁচানোর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে নিয়েছেন'
নরেন্দ্র মোদী ও অমিত শাহকে একযোগে নিশানা করে রাহুল গান্ধী বললেন, 'এই নির্বাচন ইন্ডিয়া জোট ও কংগ্রেস পার্টি শুধু একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়েনি। এই নির্বাচন বিজেপি, ভারতের সব এজেন্সি, অর্ধেক বিচারব্যবস্থা, এই সব কিছুর বিরুদ্ধে লড়েছি। এই সব সংস্থাকে মোদী ও অমিত শাহ দখল করেছে, ধমকেছেন, ভয় দেখিয়েছেন। আমার মনে প্রথম থেকেই ছিল, যখন এরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করল, মুখ্যমন্ত্রীকে জেলে ভরল, ভারতের জনতা সংবিধান বাঁচাতে একসঙ্গে এর বিরোধিতা করবেই। আমার মনে হচ্ছিলই। আমি কংগ্রেস পার্টির সব নেতা ও কর্মকর্তাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সংবিধান বাঁচানোর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে নিয়েছেন। কংগ্রেসের সব নেতা সবচেয়ে আগে ইন্ডিয়া জোটের শরিকদের সম্মান করেছেন। সবাইকে একসঙ্গে নিয়ে লড়েছি।'
রাহুল গান্ধীর বক্তব্য, কংগ্রেস পার্টি স্বচ্ছ্বতার সঙ্গে ভারতকে প্রো-পুওর, প্রো-প্রোডাকশন ভিসন দিয়েছে। দেশ মোদীকে সাফ জানিয়ে দিয়েছে, আমরা আপনাকে চাই না। আমরা মোদী ও অমিত শাহকে দেশ চালাতে দেব না। এটা একটি বিরাট মেসেজ। শেষে বলব, এই সংবিধান বাঁচানোর কাজ ভারতের সবচেয়ে গরিব মানুষরা করেছেন, কিষাণ, শ্রমিক, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণিরা বাঁচিয়েছেন। কংগ্রেস আপনাদের সঙ্গেই আছে।
'আমার বোন প্রিয়াঙ্কা গান্ধীরও অনেক অবদান রয়েছে'
উত্তরপ্রদেশকেও বিশেষ ভাবে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। বলেন, 'উত্তরপ্রদেশের জনতা কামাল করে দিয়েছে। উত্তরপ্রদেশ ভারতের রাজনীতি ও সংবিধানের বিপদ দেখে সংবিধান রক্ষা করেছে। উত্তরপ্রদেশকে আমরা স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। ওখানে আমার বোন প্রিয়াঙ্কা গান্ধীরও অনেক অবদান রয়েছে।'