scorecardresearch
 

PM Modi on Job Scam: TMC-র দুর্নীতিবাজদের বাড়ি-গাড়ি বিক্রি করে তবেই রণে ভঙ্গ দেব: মোদী

শিক্ষক দুর্নীতি ইস্যু নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুরে সভা করেন তিনি। আর সেখানেই তিনি দিলেন আরও এক 'গ্যারান্টি'। বললেন, 'যাঁরা আপনার বাড়ি বিকিয়ে দিয়েছে, মোদী তাঁদের বাংলো, তাঁদের গাড়ি, সব বিক্রি করিয়েই ছাড়বে।'

Advertisement
বাঁকুড়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঁকুড়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • শিক্ষক দুর্নীতি ইস্যু নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এদিন বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুরে সভা করেন তিনি।
  • প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা আপনার বাড়ি বিকিয়ে দিয়েছে, মোদী তাঁদের বাংলো, তাঁদের গাড়ি, সব বিক্রি করিয়েই ছাড়বে।'

শিক্ষক দুর্নীতি ইস্যু নিয়ে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুরে সভা করেন তিনি। আর সেখানেই তিনি দিলেন আরও এক 'গ্যারান্টি'। বললেন, 'যাঁরা আপনার বাড়ি বিকিয়ে দিয়েছে, মোদী তাঁদের বাংলো, তাঁদের গাড়ি, সব বিক্রি করিয়েই ছাড়বে।'

প্রধানমন্ত্রী বলেন, 'টিএমসি টাকা লুঠ করার খিদেতে আপনাদের সন্তানদেরও ছাড়েনি। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এখানকার যুবকদের ভবিষ্যতও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। গরীব মা-বাবা জমি, বাড়ি বিক্রি করে, দেনা করে মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি জোগাড় করেছিলেন। আজ সেই সমস্ত যুবসমাজ রাস্তায় নেমে এসেছে। এঁদের দোষ কী ছিল? আমি বাংলার সমস্ত যুবসমাজকে গ্যারান্টি দিচ্ছি, এই TMC-র দুর্নীতিবাজরা, যাঁরা আপনার বাড়ি বিকিয়ে দিয়েছে, মোদী তাঁদের বাংলো, তাঁদের গাড়ি, সব বিক্রি করিয়েই ছাড়বে। '

তিনি আরও বলেন, 'শুধু তাই নয়। মোদী আইনি পরামর্শ নিচ্ছে, কীভাবে আপনাদের লুঠ করা টাকা আপনারা ফেরত পান। তৃণমূলের প্রতি বাংলার মানুষের আক্রোশ অনুভব করতে পারছি। তৃণমূল মানবসমাজের সেবা করা সাধু-সন্তদেরও আক্রমণ করছে। ইস্কন, ভারত সেবাশ্রমের কাজের সঙ্গে বিশ্ব পরিচিত। এঁরা বাংলার মানুষের গৌরব, দুঃখের সময় পাশে থেকেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এঁরা দেশের ক্ষতি করছেন। এখানকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধু, মহান মানুষদের গালি দিচ্ছেন, বদনাম করছেন। ভোটব্যাঙ্কের চাপে টিএমসি বাংলার সাধু সন্তদের বিরুদ্ধে কথা বলছেন।'

আরও পড়ুন

Advertisement