scorecardresearch
 
Advertisement

Amit Shah: শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে রায়গঞ্জের জনসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শাহের

Amit Shah: শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে রায়গঞ্জের জনসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শাহের

মঙ্গলবার রায়গঞ্জের করণদিঘিতে জনসভা করলেন অমিত শাহ। আর তাতেই SSC-র শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গ উঠে এল তাঁর ভাষণে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 'গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লাখ, ১৫ লাখ টাকা করে চাকরির জন্য ঘুষ নিত। মা-বোনেরা, আপনাদের কাছে, আপনাদের ভাই-ছেলেদের চাকরি জোটানোর জন্য ১৫ লাখ টাকা আছে? নেই তো? তাহলে ওঁরা চাকরি পাবেন কীভাবে?' এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে সরাসরি আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, 'ওঁদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ বেরিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় আজ জেলে বসে আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ওঁকে সাসপেন্ড করেননি।'

Advertisement