চৈত্র সংক্রান্তিতে বিজেপিরও সংক্রান্তি করে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "একটা কিছু দেবে না, ভোট নিয়ে চলে যাবে। কেন ভোট দেন? ভোটের সময় ধর্মে ধর্মে ভোট। আমি হিন্দু নই? যদিও আমার পদবী না থাকলে ভাল হত। আমি তাহলে মানুষ হিসেবে ভোট জয় দিতে পারতাম। আমি দুর্গাপুজো, কালীপুজো, ইদ মুবারক করি না? পাহাড়িয়া প্রোগ্রামে যাই না?....... ওরা স্বামী বিবেকানন্দ-রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, পঞ্চানন বর্মণ, বাবা সাহেব আম্বেদকরেরর হিন্দুত্বকে বিশ্বাস করে না।"