শুক্রবার ঝাড়গ্রামের জনসভায় ভাষণ দেওয়ার পর দেখেন তার হাওয়াই চপ্পল ছিঁড়ে গেছে। নিজেই সেফটি লাগিয়ে নিলেন তিনি। প্রতি মঞ্চে ভাষণ শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি দেখেন তাঁর চপ্পল ছিঁড়ে গেছে। তিনি সহকর্মীদের বলেন, এবার খালি পায়ে যাব নাকি। একটা সেফটি পিন জোগার করো। মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা নতুন জুতো আনার চেষ্টা করেন। কিন্তু সেটা আনতে সময় লাগবে। এরপর তিনি ইন্দ্রনীলকে বলেন সভা চালিয়ে নিতে। তিনি সেই সময় সেফটি পিন দিয়ে হাওয়াই চপ্পল ঠিক করেন। এবং মঞ্চে নৃত্যের তালে পা মেলান।