'এরা হচ্ছে চাকরিখেকো বাঘ, যখন দেখছে আর কিছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও,' রবিবার সুজাপুরের সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। এদিনের সভাতে মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এই রায়ের তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এটা তো তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। তার মানে আপনি জানতেন, যে কারও মাধ্যমে, আপনার দল আগেই অর্ডার করে এই লোকেদের চাকরি খেয়ে নেবেন?' মুখ্যমন্ত্রী বলেন, 'কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত হবে। কিন্তু ২৬ হাজার মানুষের চাকরি গেল।'