পূর্ব বর্ধমানের রসুলপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানকার লোকসভা প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করেন তিনি। অমিত শাহ বলেন, 'বহু বছর ধরে আমাদের দেশের জনগণ ও রামভক্তরা চাইতেন, অযোধ্যায় রামমন্দির হোক। কিন্তু এঁরা আটকে রেখে দিয়েছিলেন। আর যখন রামমন্দির তৈরি হল, তখন ওঁদের নিমন্ত্রণ করা হয়েছিল। মমতাদিদি আর ভাইপোকেও দেওয়া হল। কিন্তু ওঁরা গেলেন না। বর্ধমানবাসীরা জানেন, কেন ওঁরা গেলেন না? ওঁরা অনুপ্রবেশকারীদের থেকে ভয় পান, সেই কারণে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে যাননি।'