ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফার ভোটে গুজরাতের আহমেদাবাদে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর তাঁর কালি লাগানো আঙুল দেখান। ভোট দেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সঙ্গে ছিলেন অমিত শাহ। দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ নির্বাচনী এলাকায় আজ ভোট। এই পর্বে বেশ কিছু হাই-প্রোফাইল নাম রয়েছে, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের গান্ধীনগর থেকে লড়ছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা, মধ্যপ্রদেশ), মনসুখ মান্ডব্য (পোরবন্দর, গুজরাট) এবং প্রহ্লাদ জোশী (ধারওয়াড়, কর্ণাটক)। রাজ্যে তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে। ভোটগ্রহণ হবে মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দফার ভোটগ্রহণে ৪ কেন্দ্রে মোতায়েন থাকবে মোট ২৫৬ কোম্পানি বাহিনী।