scorecardresearch
 
Advertisement

Suvendu Adhikari: শেষ দফার ভোটে রক্তাক্ত বাংলা, বেশ কয়েকটি বুথে পুনর্নিবাচনের দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: শেষ দফার ভোটে রক্তাক্ত বাংলা, বেশ কয়েকটি বুথে পুনর্নিবাচনের দাবি শুভেন্দুর

বুথ ফের সমীক্ষায় বিজেপি এগিয়ে আছে বাংলায়। তবে শেষ দফার ভোটের পর আত্মবিশ্বাসী বিজেপিও। বিজেপির দাবি, আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি থাকবে তাদের। শুভেন্দু অধিকারী বলেন, শেষ দফা ভোটে রাজ্য রক্তাক্ত হয়েছে। ডায়মণ্ড হারবার ও ফলতা-সহ ২৩০টি বুথে পুনর্নিবাচনের দাবি করা হয়েছে। যাদবপুরের ভাঙড়ে কিছু বুথেও পুনর্নিবাচন দাবি করা হবে জানান তিনি। শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'যে সমস্ত বুথ কেন্দ্রে কর্মীদের বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। ৭০০-৮০০ বুথে ক্যামেরা অফলাইন ছিল। এই বুথগুলোতে কেন ক্যামেরা বন্ধ থাকল। তদন্ত করে ব্যবস্থা নিক কমিশন।

Advertisement