আরামবাগের সভা থেকে পাল্টা তৃণমূলকেই বাংলার সংস্কৃতি বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন কয়েকটি নেট মাধ্যমে তাঁকে নিয়ে করা একটি মিমের প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদী। এদিকে ওই একই ধরনের মিম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি করা হলে আসরে নামে রাজ্য পুলিশ। সেই প্রসঙ্গ তুলে মোদী বলেন,'রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়ের ভূমি এটা। তৃণমূলের রাজত্বে মতপ্রকাশের স্বাধীনতা নেই। বিরোধী ও সাধারণ মানুষের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি এমন যে কোনও হাসি-মশকরার পোস্ট বা কার্টুন শেয়ার করে দিলে তাঁকেও ধমকানো হয়। তাঁর বেঁচে থাকা মুশকিল হয়ে ওঠে'।