কোচবিহারে জমে উঠেছে এখন সংসদে পৌঁছনোর লড়াই। বিজেপির বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মরিয়া আরও একবার জিতে নিজের এবং বিজেপির হাত শক্ত করতে। অন্যদিকে তৃণমূলও চাইছে উত্তরবঙ্গে পদ্মের কাঁটা সরিয়ে ঘাসফুলের চাষ করতে। মমতার সভায় হাজির হয়ে দেখা গেল তৃণমূল তো বটেই সভায় হাজির গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দুই যুযুধান গোষ্ঠী। যারা কয়েক বছর থেকে দুটি আলাদা দলের সঙ্গে ছিলেন। একটি বংশীবদন বর্মন গোষ্ঠী, যাঁরা তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরেই সদ্ভাব রেখে চলছেন। আরেকটা অনন্ত মহারাজ গোষ্ঠী, যাঁরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছিলেন। অনন্ত বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদও বটে। কিন্তু লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগে তাঁর অনুগামীরা হাজির হয়েছেন মমতার সভায়। কিন্তু কেন? কী বলছেন তাঁরা? চলুন জেনে নিই।