শেয়ারবাজারে ধস নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে কটাক্ষ করে মমতা বললেন, 'ভোটে যদি না হারে, তা হলে অমিত শাহ কেন বলতে যাবেন, আপনারা শেয়ারে টাকা বাড়ান পরে লাভ পাবেন। অমিত শাহ নির্বাচন চলাকালীন এ কথা বলতে পারেন না। এটা নির্বাচনী বিধি ভঙ্গ।' কয়েক দিন আগে শেয়ার বাজারে ধস নামার প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, শেয়ার বাজারের সাম্প্রতিক পতন নিয়ে চিন্তা করার দরকার নেই। এর আগেও শেয়ারবাজারের ১৬ বার পতন হয়েছে। এটাকে নির্বাচনের সঙ্গে জুড়ে দেওয়া উচিত হবে না। ৪ জুনের আগে স্টক কিনে ধরে রাখার পরামর্শ দিয়েছেন অমিত শাহ, কারণ ৪ জুনের পর শেয়ার বাজার চড়তে চলেছে বলে তিনি দাবি করেন।