দ্বিতীয় দফার ভোটের আগে, আজ ফের বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে প্রচার করবেন তিনি। প্রথমে মালদা দক্ষিণের লোকসভা প্রার্থী শ্রীরূপা মিত্রের হয়ে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মালদার পরেই তিনি চলে যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানে সভা করবেন অমিত শাহ। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচার করবেন তিনি।
শিয়রে দ্বিতীয় দফার লোকসভা ভোট। তার ঠিক ৩ দিন আগে বাংলায় প্রচারে আসছেন অমিত শাহ। এর আগে রবিবার রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ে তাঁর কপ্টার নামতে পারেনি। বাতিল হয় দার্জিলিংয়ের সভা।
আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জে দ্বিতীয় দফার ভোট রয়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন কার্তিক পাল। তাঁরই সমর্থনে এদিন সভা করবেন অমিত শাহ। অন্যদিকে তাঁর মূল প্রতিদ্বন্দী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। উল্লেখ্য় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জিতেছিলেন তিনি। তবে পরে তিনি তৃণমূলে যোগ দেন। আর এখন সেই তিনিই লোকসভায় প্রার্থী হয়েছেন।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনেই বিজেপির টিকিটে জিতেছিলেন দেবশ্রী চৌধুরী। পরবর্তীকালে তিনি মোদীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হন।
অন্যদিকে আগামী ৭ মে তৃতীয় দফায় মালদা দক্ষিণে ভোট। মালদা দক্ষিণ মূলত কংগ্রেসের একচেটিয়া গড় হিসাবেই পরিচিত। সেখানে পরপর টানা তিনবার কংগ্রেস লোকসভায় জিতে এসেছে।
এবার এই কেন্দ্রের কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরি। আর এই কেন্দ্রে বিজেপির তুরুপের তাস শ্রীরূপা মিত্র চৌধুরি।
ফলে একদিকে রায়গঞ্জে কেন্দ্র ধরে রাখার লড়াই। অন্য়দিকে মালদা দক্ষিণে কংগ্রেসকে টক্কর দেওয়ার চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে আজ দুই কেন্দ্রে প্রচারে এসে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।