লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই রবিবার প্রকাশিত হচ্ছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে অরুণাচলে আবার ফিরছে বিজেপি-রাজ। অন্য দিকে, সিকিমে ফিরছে সে রাজ্যের শাসকদল সিকিম ক্রান্তিকারি মোর্চা (এসকেএম)।
অরুণাচলের ফল কী?
গণনার ট্রেন্ড অনুযায়ী, উত্তর-পূর্বের এই রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বাকি ৫০টি আসনের মধ্যে ৩৩টিতে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। ন্যাশনাল পিপলস পার্টি এগিয়ে রয়েছে ৬টি আসনে। অন্যরা এগিয়ে ৯টি আসনে। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
সিকিমের ফল কী?
অন্য দিকে, সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টিতেই এগিয়ে রয়েছে এসকেএম। বিরোধী শিবির সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফ এগিয়ে মাত্র ১টি আসনে। বিজেপি কোনও খাতা খুলতে পারেনি। সিকিমেও মুখ্যমন্ত্রীর গদিতে ফিরছেন প্রেম সিং তামাং।
অন্য দিকে, আগামী ৪ জুন দেশে লোকসভা নির্বাচনের গণনা। তার আগে শনিবার প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোলের ফল। বিবিধ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে, ফের একবার ক্ষমতায় আসছে বিজেপি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এগজিট পোলের ফলে বিজেপি পেতে পারে ৩৬১-৪০১টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ১৩১-১৬৬টি আসন।
বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালায়। ভোটারদের মনোভাবের উপর ভিত্তি করে এই সমীক্ষা করা হয়। এক্সিট পোলের ফল দেখে ভোটের ফল নিয়ে মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তবে সবসময় যে এক্সিট পোলের গণনা একদম সঠিক হয়, তা কিন্তু নয়। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি। তাই এক্সিট পোলের গণনা যে পুরোপুরি মিলে যাবে তার কোনও নিশ্চয়তা নেই।