scorecardresearch
 

Andhra Pradesh Exit Poll Results: অন্ধ্রপ্রদেশে জগনমোহনকে সরিয়ে ক্ষমতায় আসছে NDA, ইঙ্গিত Exit Poll-এ

অন্ধ্রপ্রদেশে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। The India Today-Axis My India-এর এগজিট পোল অনুযায়ী দক্ষিণের এই রাজ্যে বিরাট জয় পেতে পারে এনডিএ। গদিচ্যুত হতে পারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। 

Advertisement
চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডি। চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডি।
হাইলাইটস
  • অন্ধ্রপ্রদেশে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে।
  • এগজিট পোল অনুযায়ী দক্ষিণের এই রাজ্যে বিরাট জয় পেতে পারে এনডিএ।
  • গদিচ্যুত হতে পারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। 

অন্ধ্রপ্রদেশে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। The India Today-Axis My India-এর এগজিট পোল অনুযায়ী দক্ষিণের এই রাজ্যে বিরাট জয় পেতে পারে এনডিএ। গদিচ্যুত হতে পারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। 

The India Today-Axis My India-এর এগজিট পোল অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে ১৭৫টি আসনের মধ্যে ৯৮-১২০টি আসন পেতে পারে এনডিএ। ৫৫-৭৭টি আসন পেতে পারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। ২০১৯ সালে নির্বাচনের থেকে কমবে তাদের আসন সংখ্যা। 

অন্ধ্রে এনডিএ-তে রয়েছে বিজেপি, চন্দ্রবাবু নাইডুর তেলগু দিশম পার্টি (টিডিপি), জন সেনা পার্টি। সর্বোচ্চ আসন পেতে পারে টিডিপি। বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, টিডিপি পেতে পারে ৭৮-৯৬টি আসন। বিজেপি জিততে পারে ৪-৬টি আসন। জন সেনা পার্টি পেতে পারে ১৬-১৮টি আসন। 

আরও পড়ুন

অন্য দিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' পেতে পারে ০-২টি আসন। এই জোটে কংগ্রেস প্রার্থী দিয়েছিল ১৫৯টি কেন্দ্রে। ৮টি করে কেন্দ্রে লড়েছিল সিপিআই, সিপিএম। 

বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০১৯ সালের তুসলনায় ৮৫টি বেশি আসন বেশি পেতে পারে এনডিএ শিবির। ৫ শতাংশ ভোট বাড়াতে পারে এনডিএ। 

লোকসভা নির্বাচনের সঙ্গেই গত  ১৩ মে ভোট হয়েছিল অন্ধ্রে। একাই লড়েছিল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। অন্য দিকে, সে রাজ্যে লোকসভা নির্বাচনে ২৫টি আসনের মধ্যে ২১-২৩টি আসনে জিততে পারে এনডিএ। আগামী ৪ জুন ভোটগণনা। 


অন্য দিকে, আগামী ৪ জুন দেশে লোকসভা নির্বাচনের গণনা। তার আগে শনিবার প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোলের ফল। বিবিধ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে, ফের একবার ক্ষমতায় আসছে বিজেপি। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এগজিট পোলের ফলে বিজেপি পেতে পারে ৩৬১-৪০১টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ১৩১-১৬৬টি আসন। 

Advertisement

বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালায়। ভোটারদের মনোভাবের উপর ভিত্তি করে এই সমীক্ষা করা হয়। এক্সিট পোলের ফল দেখে ভোটের ফল নিয়ে মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তবে সবসময় যে এক্সিট পোলের গণনা একদম সঠিক হয়, তা কিন্তু নয়। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি। তাই এক্সিট পোলের গণনা যে পুরোপুরি মিলে যাবে তার কোনও নিশ্চয়তা নেই।
 

Advertisement