মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার ৪২ আসনেও। এ রাজ্যে ৫৫টি গণনা কেন্দ্র থাকছে। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনাকেন্দ্রগুলি। ৪১৮টি কাউন্টিং হল। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকবে। তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট। গড়ে ১৭ রাউন্ড গোনা হবে। সর্বোচ্চ ২৩ রাউন্ড। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে।
শীতলখুচির ৩১০টি বুথ, দিনহাটায় ৩১৮টি বুথ। এখানে ভোট গণনা হবে ২৩ রাউন্ডে। অন্যদিকে চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ডে ভোট গণনা হবে। ভোট গণনায় ২৫ হাজারের বেশি থাকছে মাইক্রো অবজার্ভার। প্রত্যেকটি কাউন্টিং টেবিলে একজন সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজার্ভার থাকবেন।
এবারের মোট ভোটার ৭,৬০,১০,০০৬ । তারমধ্যে পুরুষ ভোটার ৩,৮৬,১৩,৪১৫, মহিলা ভোটার ৩,৭৩,৯৪,৮১৮, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৭৭৩। মোট প্রার্থী ৫০৭ জন। এরমধ্যে পুরুষ প্রার্থী ৪৩৪ জন, মহিলা প্রার্থী ৭২ জন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী একজন।
কলকাতা দক্ষিণ কেন্দ্রে ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে, কলকাতা উত্তর কেন্দ্রে ১টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে রয়েছে ৪টি কাউন্টিং সেন্টার। দার্জিলিংয়ে ৩টে কাউন্টিং সেন্টার, রায়গঞ্জে ২টি কাউন্টিং সেন্টার এবং অন্যান্য জায়গায় ১ করে কাউন্টিং সেন্টার রয়েছে।
রাজ্যে এ বার মোট ভোটারের সংখ্যা ছিল সাত কোটি ৬০ লক্ষ ১০ হাজার ছয়। ৪২টি কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৫০৭। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, ভোটগ্রহণ পর্ব শেষ হলেও রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যে সাত দফার ভোটে সব মিলিয়ে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছে। সপ্তম দফার ভোটে রাজ্য পুলিশের ৩৫,২৯২ জনকে মোতায়েন করা হয়েছিল।