scorecardresearch
 

Lok Sabha Election 2024: 'নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ,' 'বাপ' মন্তব্যে দিলীপকে সতর্ক করে নোটিশ দিল কমিশন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতা ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। সোমবার বিষয়টিতে দিলীপকে সতর্ক করে নোটিস দিল নির্বাচন কমিশন। গত মঙ্গলবার দিলীপ বলেছিলেন, 'দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।' এর পরেই তিনি মমতার উদ্দেশে 'কুরুচিকর' ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। 

Advertisement
বিজেপি নেতা দিলীপ ঘোষ। ছবি-পিটিআই বিজেপি নেতা দিলীপ ঘোষ। ছবি-পিটিআই
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতা ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।
  • সোমবার বিষয়টিতে দিলীপকে সতর্ক করে নোটিস দিল নির্বাচন কমিশন। গত মঙ্গলবার দিলীপ বলেছিলেন, 'দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি নেতা ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। সোমবার বিষয়টিতে দিলীপকে সতর্ক করে নোটিস দিল নির্বাচন কমিশন। গত মঙ্গলবার দিলীপ বলেছিলেন, 'দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।' এর পরেই তিনি মমতার উদ্দেশে 'কুরুচিকর' ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। 

তারপরই মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। নির্বাচন কমিশনের কলকাতা দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশও করে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তারই প্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন। তার পরই দিলীপকে শো-কজ়ের নোটিস ধরানো হয়। অন্যদিকে, বিষয়টিতে দিলীপের নিন্দা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও শো-কজ় নোটিস দিয়েছিল।

এদিন কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, তারা দিলীপের মন্তব্য শুনে এই সিদ্ধান্তে এসেছেন যে, বিজেপি প্রার্থী ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘন করেছেন। দিলীপের উদ্দেশে কমিশনের বার্তা, আদর্শ নির্বাচনী আচরণবিধি চলার সময়ে তিনি যেন সতর্ক থাকেন।

আরও পড়ুন

তবে দিলীপের একাধিক মন্তব্য চলছেই। নোটিস পাঠানোর পরও নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে কটাক্ষ করেছিলেন দিলীপ। তা ছাড়া রবিবারও মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশে দিলীপ 'কুমন্তব্য' করে বলেন, উনি কপালে আর কদিন স্টিকার সেঁটে ঘুরবেন? 

দিলীপ ঘোষকে এবার মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে। জানা গেছে, তাঁর মন্তব্যের জন্য জবাবদিহি দিয়েছিলেন দিলীপ। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। বরং তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, ওইধরণের মন্তব্য বরদাস্ত করা যাবে না। তিনি যেন ভবিষ্যতে সতর্ক থাকেন।

 

Advertisement