scorecardresearch
 

Early Trends: পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল, কেরলে বাম, অসমে বিজেপি

পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসম। এই পাঁচ রাজ্যের বিধানসভা আসনের ভোট গণনা সকাল থেকে শুরু হয়েছে। প্রাথমিক গণনায় সামনে আসতে শুরু করেছে ভোটের ফলাফল।

Advertisement
Election Election
হাইলাইটস
  • দেশের ৫ রাজ্য়ে চলছে গণনা
  • পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল
  • কেরলে এগিয়ে বামেরা

পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসম। এই পাঁচ রাজ্যের বিধানসভা আসনের ভোট গণনা সকাল থেকে শুরু হয়েছে। প্রাথমিক গণনায় সামনে আসতে শুরু করেছে ভোটের ফলাফল। 

একনজরে কোন রাজ্যে কে এগিয়ে 

পশ্চিমবঙ্গ: প্রাথমিক গণনায় পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৬০টিরও বেশি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে রয়েছে। সেখানে বিজেপি এগিয়ে ১১৫ আসনে। তবে নন্দীগ্রাম আসনে মমতাকে পিছনে ফেলে কিছুটা এগিয়ে গিয়েছেন শুভেন্দু। 

তামিলনাড়ু: প্রাথমিক গণনায় তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে। তারা এখনও পর্যন্ত ১৩৬ আসনে এগিয়ে রয়েছে। সেখানে তাদের প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকে। তারা এগিয়ে রয়েছে ৬৬ আসনে। 

আরও পড়ুন : নন্দীগ্রামে প্রাথমিক গণনায় এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা

কেরল : প্রাথমিক গণনায় প্রথম থেকেই অনেকটা এগিয়ে এলডিএফ। সেখানে বিজয়নের জোট এগিয়ে ৯৪ আসনে। ইউডিএফ এগিয়ে রয়েছে ৪২ আসনে। বুথ ফেরত সমীক্ষায় প্রায় সবাই এলডিএফের জেতার বিষয়ে রায় দিয়েছিল। 

অসম : প্রাথমিক গণনায় অসমে কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই রাজ্যে বিজেপি এখনও পর্যন্ত ৭৬টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে মাত্র ৩৬ আসনে। 

পুদুচেরি: এই রাজ্যে এনডিএ এগিয়ে ১০ আসনে। ইউপিএ ৩টি আসনে লিড দিচ্ছে

Advertisement