scorecardresearch
 

আবহাওয়ার ঝুঁকি মাথায় নিয়েই ভোর থেকে ভোটের লাইনে উত্তরের ভোটাররা

সকাল থেকেই মেঘলা আকাশ, শিরশিরে ঠান্ডা হওয়া এবং মেঘে ঢাকা সূর্য ভোট ভেস্তে যাওয়ার আশঙ্কা নিয়ে ভোট শুরু হওয়ার আগে থেকেই লাইনে ভোটাররা, আগে ভাগে ভোাট দেওয়ার হিড়িক

Advertisement
মেঘলা আবহাওয়ায় ভোট দিচ্ছেন ভোটাররা মেঘলা আবহাওয়ায় ভোট দিচ্ছেন ভোটাররা
হাইলাইটস
  • মেঘলা আবহাওয়ার মাঝেই ভোটগ্রহণ উত্তরবঙ্গে
  • নির্ধারিত সময়ের আগেই লাইনে ভোটাররা
  • দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে আগাম ভোট

পূর্বাভাস ছিলই। তার ওপর শুক্রবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টিতে ভোট ভেস্তে যাওয়ার আশঙ্কা সেঁধিয়ে বসেছিল সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল এবং প্রশাসনের মধ্যেও। রাত পেরিয়ে দিনের আলো ফুটলেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হয়নি। সকাল থেকেই মেঘলা আকাশ, শিরশিরে ঠান্ডা হওয়া এবং মেঘে ঢাকা সূর্য ভোট ভেস্তে যাওয়ার আতঙ্ক থেকে বেরোতে দেয়নি কাউকেই। তাই সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কথা থাকলেও বহু জায়গায় ভোর ছটার আগেই লাইনে দাঁড়িয়েছেন আপামর ভোটদাতারা। সকাল আটটার মধ্যেই বহু জায়গায় দশ শতাংশের কাছাকাছি ভোট পড়ে গিয়েছে। পাহাড় থেকে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি। আগেভাগে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। সকাল সকাল ভোট দান সেরে নিয়েছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা ভোটদাতা অশোক ভট্টাচার্য, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোটদাতা গৌতম দেব, মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি শংকর মালাকাররা। পাহাড়ে পাতলেবাসে ভোট দেন বিমল গুরুং, দার্জিলিঙে ভোটদান করেন বিনয় তামাং, কার্শিয়াং এ ভোট দেন অনিত থাপা। কার্শিয়াং-এই ভোট দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। সকাল সকাল বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে যান শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শিলিগুড়ির বেশকিছু বুথে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপির। কোথাও ভোট দিতে দিচ্ছেন না, কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তাদের। সেখানে ঘুরে পরে যাব গ্রামে নিজের বুথে ভোট দিতে যান শংকরবাবু। বেলা নটা নাগাদ হালকা এক চিলতে রোদ্দুর দেখা দিলেও তাতে সার্বিক আবহাওয়ার কোনও পরিবর্তন হয়নি। তবে খানিকটা স্বস্তি ফিরেছে ভোট কর্মী ও ভোট দাতাদের মধ্যে। এদিনও আবহাওয়ার পূর্বাভাসে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে দিনের দ্বিতীয়ার্ধে আবহাওয়া বিগড়ে যেতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা এখনও তরাই ডুয়ার্স ও উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে অবস্থান করছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়াবিদ মধুসূদন কর্মকার জানিয়েছেন, বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বিভিন্ন এলাকায়। তবে আশার কথা কোন জায়গায় দুর্যোগ দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি জানিয়েছেন। তবে আবহাওয়া নিয়ন্ত্রণে থাকতে থাকতেই যথাসম্ভব নিজেদের ভোট সেরে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

 

Advertisement