scorecardresearch
 
Advertisement

'কালোপতাকা দেখাচ্ছেন রাজ্যপালকে, মানুষ মেনে নেবে না', বললেন দিলীপ- VIDEO

'কালোপতাকা দেখাচ্ছেন রাজ্যপালকে, মানুষ মেনে নেবে না', বললেন দিলীপ- VIDEO

আত্মরক্ষার জন্য কর্মীদের এবার কাঁচা বাঁশ রাখার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নদিয়ার আসাননগরে একটি দলীয় জনসভা করেন তিনি। পরেই মাঝেরহাট ব্রিজ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, "যদি এক ঘা ওরা মারে, তাহলে চার ঘা ফেরত দিতে ভুলে যাবেন না। গাঁজা কেস, অস্ত্র রাখার কেস, দাঙ্গা লাগানো কেস যা খুশি দিক পুলিশ, ক্ষমতায় আসলেই সকলের সমস্ত কিছু উঠিয়ে দেওয়া হবে। দিদির দুষ্টু ছেলেরা, এবার বাঁশ দেখে আর ভোট লুট করতে আসার সাহস পাবে না। দিদির পুলিশ ভাইরা গাছের তলায় বসে খৈনি খাবে, আর কেন্দ্রীয় ফোর্স ভোট করাবে।" রাজ্যপাল ইস্যুতে বলেন, উনি আগেও গেছেন এখনো যান। সংবিধানে ব্যবস্থা আছে সব জায়গায় যেতে পারেন। কালোপতাকা দেখাচ্ছেন গভর্নরকে। 110 থেকে 115 টা করপোরেশনের নির্বাচন বাকি আছে। কয়েকজন গুন্ডা মস্তানদের নিয়ে আমাদেরকে আটকাবেন, গভর্নরকে আটকাবেন, বাংলার মানুষ মেনে নেবেন না। মাঝেরহাট ব্রিজ নিয়ে বলেন, মাঝেরহাট ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। রেলের থেকে নো অবজেকশন সার্টিফিকেট চলে এসছে। মানুষকে কষ্ট দিয়ে আটকে রাখা হয়েছে। দিদিমনির সময় নেই, তিনি বাঁকুড়ায় বসে আছেন। তাই উদ্বোধন করছেন না। 600 কোটি টাকা খরচ করা হয়েছে মানুষের সুবিধার জন্য। সেটা খুলে দেওয়ার জন্য তারাতলার মোড়ে আমাদের কার্য কর্তারা আন্দোলন করেছে। পুলিশ দিয়ে পিটিয়ে আমাদের 300 জন কার্যকর্তাকে আটকে রাখা হয়েছে। মানুষের দাবী বলে কিছু নেই।

Advertisement