একটা সময় তিনি ছিলেন ত্রাস। যাকে বলে বীরভূমের ক্যাপ্টেন। কিন্তু সেই ক্যাপ্টেন এখন আর আগের মতো নেই। কারণ গরু পাচারকাণ্ড তিনি তিহারে রয়েছেন। কিন্তু বীরভূমে তাঁর জনপ্রিয়তা একটু ফিকে যে হয়নি। তার প্রমান মিলল দোলের দিন। দাদা কাছে নেই। কিন্তু তাতে কি। ক্যাপ্টেন কে তো রঙ লাগাতেই হবে। তাই বিশাল বড় দাদা অনুব্রতর কাটআউটের পায়ে আবির দিলেন তাঁর অনুগামীরা। তাঁদের দাদাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন অনুগামীরা। যে ছবি দেখা গেছে তাতে ছবিতে অনুব্রত মণ্ডলের পায়ে আবির দিয়ে রং খেলায় মাতেন সিউড়ির তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার বীরভূমের সিউড়ির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দেখা যায় এই চিত্র। সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে লাগান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবিতেই পায়ে আবির দিতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। তারপরেই সবুজ আবির নিয়ে দোল খেলায় মেতে ওঠেন তাঁরা।
TMC Followers Offered Holi Colours to Anubrata Mondal Flex