scorecardresearch
 

ছবিটি ত্রিপুরার নয়, দিল্লির অক্ষরধাম মন্দিরের সামনের জাতীয় সড়কের

ত্রিপুরার জাতীয় সড়ক নিয়ে বিভ্রান্তিকর দাবি সহ দুটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

Advertisement
এই রাস্তার ছবিগুলো কোথাকার?         এই রাস্তার ছবিগুলো কোথাকার?

ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আসছে বছর। আর, সেই নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে জেগে উঠছে সোশ্যাল মিডিয়া।

এবার ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্প সংক্রান্ত একটি দাবি ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি সহ একটি পোস্টকার্ড শেয়ার করে দাবি করেছেন, যে পোস্টকার্ডের প্রথম ছবিটি ত্রিপুরার বামফ্রন্ট শাসন কালের। অন্যদিকে, পোস্টকার্ডের দ্বিতীয় ছবিটি বিজেপি সরকারের আমলের। 

একই দাবি সহ পোস্টের আর্কাইভ দেখুন এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

প্রথম ছবি

তদন্তে নেমে আমরা পোস্টকার্ডের উপরের ছবিটি রিভার্স সার্চ করে ছবিটির সূত্র খুঁজে দেখার চেষ্টা করি। 

দেখা যাচ্ছে, ছবিটি ২০১৬ সালের জুন মাসে ইকোনোমিক টাইমস এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে অসমের করিমগঞ্জ জেলার লয়েরপোয়া অঞ্চলে আট নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা অংশের অবস্থা বেশ খারাপ। সেই কারণে ত্রিপুরার তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্র ও অসম সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। 

NHAI Assam

তবে, এই প্রতিবেদনে কোথাও পরিষ্কার করে বলা হয়নি যে ছবিটি অসমের। বা আমরা আরও কোথাও এই ছবিটির আসল সূত্র খুঁজে পাইনি। সুতরাং পোস্টদাতা যে এই ছবিটির ক্ষেত্রে ভুল দাবি করেছেন তা বলা যাচ্ছে না। 

দ্বিতীয় ছবি

একই ভাবে আমরা দ্বিতীয় ছবিটি রিভার্স সার্চ করে আমরা আউটলুক পত্রিকার একটি প্রতিবেদনে এই ছবিটি দেখতে পাই। ২০২০ সালের ২৪শে মার্চ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হচ্ছে, ছবিটি ২০২০ সালের জনতা কার্ফুর দিন, অর্থাৎ ২২শে মার্চ, দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে তোলা হয়েছিল। 

Advertisement
NHAI Delhi

ভাইরাল পোস্টকার্ডটির দ্বিতীয় ছবি ও আউটলুক পত্রিকায় প্রকাশিত ছবিটি পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে যে দুটি ছবি হুবুহু এক। 

NH 24

তার মানে ছবিটির সঙ্গে ত্রিপুরার কোনও সম্পর্ক নেই। 

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর, তা বলাইবাহুল্য।

 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

পোস্টকার্ডের প্রথম ছবিটি ত্রিপুরার বামফ্রন্ট শাসন কালের। অন্যদিকে, পোস্টকার্ডের দ্বিতীয় ছবিটি বিজেপি সরকারের আমলের।

ফলাফল

পোস্টকার্ডের প্রথম ছবিটির সূত্র আমরা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে, পোস্টকার্ডের দ্বিতীয় ছবিটি ত্রিপুরার নয়। ছবিটি দিল্লির অক্ষরধাম মন্দিরের সামনে ২৪ নম্বর জাতীয় সড়কের। এই ছবিটি ২০২০ সালের ২০শে মার্চ জনতা কার্ফুর দিনে তোলা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement