scorecardresearch
 

Hasir Jokes: স্ত্রী আঙুলের ইশারায় স্বামীকে ডাকল, তারপরের ঘটনা জানলে ভ্যাবাচ্যাকা খাবেন!

Jokes: জোকস আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। আমরা যখন মজার জোকস শুনি বা পড়ি, মন খুলে হাসলে আমাদের মেজাজ সতেজ হয়। হাসি আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আজ আমরা আপনাদের জন্য যে জোকস নিয়ে এসেছি তা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> রাজু- প্যারাসুট বিক্রি করছিল.. 
সঙ্গে বলছিল, "বিমান থেকে লাফ দিয়ে, বোতাম টিপে নিরাপদে মাটিতে পৌঁছে যাও.." 
গ্রাহক- প্যারাসুট না খুললে.. 
রাজু- টাকা ফেরত দেব..!!

> ছেলে- বাবা আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও..! 
বাবা- ভগবান পা দিয়েছে কীসের জন্য..? 
ছেলে- এক পায়ে কিক মারতে আর অন্য পা গিয়ার লাগাতে.. 
তারপর থাপ্পড়, আর  থাপ্পাড়...! 

>মঞ্জু- একদিকে টাকা আর অন্যদিকে বুদ্ধি , তুমি কী বেছে নেবে? 
সঞ্জু- টাকা..
 মঞ্জু- ভুল, আমি বুদ্ধি বেছে নিতাম। 
সঞ্জু- তুমি ঠিকই বলেছ, যার যেটা অভাব আছে সে সেই জিনিস বেছে নেয়।

> গোলু- ডাক্তার, প্লাস্টিক সার্জারি করতে কত খরচ হবে? 
ডাক্তার- ৫০ লাখ.. 
গোলু- আর প্লাস্টিক আমি দিলে? 
ডাক্তার (রেগে গিয়ে) - নিজেই গলিয়ে নিয়ে আটকে দিও!

> সেলসম্যান-স্যার, আরশোলার জন্য পাউডার নেবেন?
 সোনু- "না, আমরা আরশোলাকে এত প্যাম্পার করি না! 
আজ পাউডার লাগাব আর কাল পারফিউম চাইব।" 
সেলসম্যান অজ্ঞান!!! > 

> স্ত্রী আঙুলের ইশারায় স্বামীকে ডাকলো.. 
স্বামী- বলো কী কাজ? 
স্ত্রী- কিছু না শুধু আঙুলের শক্তি চেক করছি!!

>দুটি মশা পড়াশুনা করছিল 
প্রথম মশা- আমি আগে গিয়ে ডাক্তার হব। 
দ্বিতীয় মশা- আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব.. 
এদিকে আন্টি মরটিন দ্বালিয়ে দিল। 
মশা দুটোই বললো- বুড়ি পুরো কেরিয়ারটা নষ্ট করে দিল.. 

>স্ত্রীঃ এইটা কোন আইন যে আমি তোমাকে খাবার রান্না করব.. 
স্বামীঃ সারা দুনিয়ার নিয়ম শুধু সরকার বন্দিকে খাবার দেয়।

Advertisement

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Advertisement