scorecardresearch
 

Best Love Jokes: ইভটিজিং ও ভালোবাসার মাঝে পার্থক্য কী? পাড়ার নন্টে দা দিল জব্বর জবাব

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
 Best Love Jokes Best Love Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> গতকাল রাতে এক বন্ধু রনিকে একটি মেসেজ করেছে। 
মেসেজটি পড়ে রনি ভয়ে লাফিয়ে উঠলো। 
মেসেজটি ছিল এ রকম-
‘প্রিয় বন্ধু, এখন আমার হাতে এক বোতল বিষ। আমি মুক্তি পেতে চাই। এত জ্বালা আমার আর সহ্য হয় না, এত যন্ত্রণা আর ভালো লাগে না। আমি রাতে ঘুমোতে পারি না, ঠিকমত খেতে পারি না। সব সময় রুমের ভেতর একটু বেশি যেন অস্থির থাকি, যেটা আমাকে ভীষণ কষ্ট দেয়। তাই যাচ্ছি… ইঁদুর মারতে। শুভ রাত্রি!’

> বিকেলে দুই বন্ধু বসে বসে গল্প করছে—
প্রথম বন্ধু: জানিস বন্ধু, আমার বাবা না ভীষণ ভুলোমনা আর বেখেয়ালি। আমি প্রতিদিন বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করি, বাবা খেয়ালই করে না।
দ্বিতীয় বন্ধু: তবুও তো ভালো! আমার বাবা এতই ভুলোমনা যে, তার মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায়!

আরও পড়ুন

> পাড়ার এক ছেলেকে দাঁড় করিয়ে মেয়ের বাবা বলল—
মেয়ের বাবা: ইভটিজিং ও ভালোবাসার মাঝে পার্থক্য কী?
ছেলে: মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না থাকলে হয় ইভটিজিং।
মেয়ের বাবা: তুমি কি ইভটিজিং কর?
ছেলে: না, আপনার মেয়ে তো রাজিই!

> পুরোহিত: বুঝলে ভোলা, অ্যারেঞ্জড মেরিজে ডিভোর্সের সংখ্যা কম।
ঘটক: তা-ই তো দেখছি।
পুরোহিত: কিন্তু কেন, তা বলতে পার?
ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাই করতে পারে না; তারা আবার ডিভোর্স  দিবো কোন সাহসে?

Advertisement

> পরীক্ষায় ফেল করা এক ছাত্রকে শিক্ষক বলছেন—
শিক্ষক: তুমি এবারও ফেল করেছ, পড়াশোনায় মন দাও না কেন?
ছাত্র: স্যার, পড়াশোনা হয় মাত্র দুটি কারণে, প্রথমত ভয় আর দ্বিতীয়ত শখ।
শিক্ষক: তোমার কোনটা নেই?
ছাত্র: স্যার আমি কোনো কারণ ছাড়া শখ লালন করি না, আর কাউকে  ভয় পাই না।

> বাবা: খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?
খোকা: খুবই খারাপ, বাবা।
বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Advertisement