scorecardresearch
 

Clean Jokes That'll Make You Laugh: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক কী বলুন তো? পারলে আপনি জিনিয়াস!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Bengali Jokes Bengali Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> ছেলে মনযোগ দিয়ে ভূগোল পড়ছে। 
পাশের চেয়ারে বাবা খবরের কাগজে ডুবে আছেন। 
ছেলে জানতে চাইলো-
ছেলে: বাবা, শিলং কোথায়?
বাবা: তোর মাকে জিজ্ঞেস কর। ঘরের কোন জিনিস কোথায় রাখে, আমি কি জানি?

> উকিল: তুমি দোকানে ঢুকে একটামাত্র জামা চুরি করলে কেন? অনেক জামা-কাপড় তো নিতে পারতে।
আসামি: ভুল হয়ে গেছে স্যার, আসলে চুরি-চামারি তো কোনদিন করিনি।
উকিল: তাহলে জেলার সব ক’টা থানায় তোমাকে দাগি আসামি বলে উল্লেখ করা আছে কেন?
আসামি: আমি চুরি করি না বলেছি। কিন্তু ডাকাতি যে করি না, একথা তো বলিনি স্যার।

আরও পড়ুন

> বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!

> দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন-
রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?
ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?

> পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক হচ্ছে-
১. ফিমেল
২. ই-মেইল
দুটিই মুহূর্তে একদিকের সব খবর অন্যদিকে ছড়িয়ে দিতে পারে।

Advertisement

> এক নারী উদ্যোক্তাকে প্রশ্ন করল তার বান্ধবী-
বান্ধবী: তুই এ কাজের উৎসাহ কোথায় পেলি?
উদ্যোক্তা: আমার স্বামীর কাছ থেকে।
বান্ধবী: সেটা কিভাবে, যদি একটু বুঝিয়ে বলিস।
উদ্যোক্তা: এতে বোঝাবুঝির কী আছে?
বান্ধবী: যেমন?
উদ্যোক্তা: যতবার আমি ওর সঙ্গে লড়েছি; ততবার জিতেছি তো আমিই!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Advertisement