scorecardresearch
 
Advertisement
কলকাতা

লালবাজার-রাইটার্স সহ বিকল ১২০০ CCTV! কী জানাল পুলিশ

১-২টো নয়
  • 1/6

১-২টো নয়, কলকাতায় প্রায় ১২০০ সিসিটিভি এদিন আচমকা বিকল  হয়ে যায়। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় বিশেষ বিশেষ প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ কিছু ব্যাঙ্কের সদর দফতরের সিসিটিভি বিকল হয়েছে। (সব ছবি-প্রতীকী)

সূত্রের খবর
  • 2/6

সূত্রের খবর, লালবাজার, রাইটার্স, রিজার্ভ ব্যাঙ্ক, হাইকোর্ট, এসবিআই হেড অফিসে সিসিটিভি বিকল হয়েছে। ট্রাফিক কন্ট্রোল রুমের ১৩টি সিসিটিভি বিকল হয়েছে। 

পুলিশ সূত্রে খবর
  • 3/6

পুলিশ সূত্রে খবর, আজ সকাল দশটা নাগাদ হঠাৎ করেই একসঙ্গে প্রায় ১২০০ সিসিটিভি খারাপ হয়ে যায়। এরপরেই পুলিশের তরফে বিষয়টি জানানো হয়।

Advertisement
তবে এর
  • 4/6

পুলিশ জানিয়ে দেয় এর পিছনে কোনও সাইবার হানা নেই। নতুন অ্যান্টিভাইরাস সিস্টেম আপডেট হয়েছে। তখন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমস্ত সিস্টেম বন্ধ রাখা হয়েছিল

হালে কলকাতা
  • 5/6

পুলিশ জানিয়েছে, লালবাজারের সাইবার সিকিউরিটি খুব শক্ত। সহজে কেউ এটা ভাঙতে পারবে না। থ্রি টায়ার সিস্টেম রয়েছে এতে।

ঘটনায় এখনও
  • 6/6

তবে বিষয়টির নেপথ্যে কোনও সাইবার হানা যে নেই, তা একেবারে স্পষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ

Advertisement