১-২টো নয়, কলকাতায় প্রায় ১২০০ সিসিটিভি এদিন আচমকা বিকল হয়ে যায়। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় বিশেষ বিশেষ প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ কিছু ব্যাঙ্কের সদর দফতরের সিসিটিভি বিকল হয়েছে। (সব ছবি-প্রতীকী)
সূত্রের খবর, লালবাজার, রাইটার্স, রিজার্ভ ব্যাঙ্ক, হাইকোর্ট, এসবিআই হেড অফিসে সিসিটিভি বিকল হয়েছে। ট্রাফিক কন্ট্রোল রুমের ১৩টি সিসিটিভি বিকল হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আজ সকাল দশটা নাগাদ হঠাৎ করেই একসঙ্গে প্রায় ১২০০ সিসিটিভি খারাপ হয়ে যায়। এরপরেই পুলিশের তরফে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানিয়ে দেয় এর পিছনে কোনও সাইবার হানা নেই। নতুন অ্যান্টিভাইরাস সিস্টেম আপডেট হয়েছে। তখন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমস্ত সিস্টেম বন্ধ রাখা হয়েছিল
পুলিশ জানিয়েছে, লালবাজারের সাইবার সিকিউরিটি খুব শক্ত। সহজে কেউ এটা ভাঙতে পারবে না। থ্রি টায়ার সিস্টেম রয়েছে এতে।