scorecardresearch
 
Advertisement
কলকাতা

অবশেষে স্বস্তি! আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে প্রবল
  • 1/6

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টি। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

মৌসুমী অক্ষরেখা
  • 2/6

মৌসুমী অক্ষরেখা গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় রয়েছে। এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে।
 

উত্তরবঙ্গের
  • 3/6

উত্তরবঙ্গের ক্ষেত্রে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা  দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদাতে।
 

Advertisement
আগামীকাল
  • 4/6

আগামীকাল বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে। ভারী বৃষ্টি  দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে
  • 5/6

দক্ষিণবঙ্গে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে।  আর্দ্রতা জনিত অস্বস্তি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃষ্টি
  • 6/6

আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
 

Advertisement