scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : আগুন মোকাবিলায় মেট্রোয় মকড্রিল, যাত্রী নিরাপত্তায় আরও গুরুত্ব

মেট্রোয় মকড্রিল
  • 1/10

যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আরও এক পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের (Kolkata Metro Rail)। সুড়ঙ্গের (Tunnel) মধ্যে চলন্ত ট্রেনে আগুন লাগলে কী ভাবে যাত্রীদের উদ্ধার করতে হবে সেই সংক্রান্ত এক মকড্রিলের আয়োজন করল মেট্রো। 

মেট্রোয় মকড্রিল
  • 2/10

পার্কস্ট্রিট (Park Street) ও এসপ্ল্যানেড (Esplanade) মেট্রো স্টেশনের মধ্যে আয়োজন করা হয় এই মকড্রিলের। 

মেট্রোয় মকড্রিল
  • 3/10

অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসার ক্ষেত্রে মেট্রো কর্মীরা কতটা তৈরি তা পরীক্ষা করে দেখাই ছিল এই মকড্রিলের প্রধান উদ্দেশ্যে। 

Advertisement
মেট্রোয় মকড্রিল
  • 4/10

একইসঙ্গে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে মেট্রো কর্মীদের দক্ষতা বৃদ্ধিও মকড্রিলের (Mock Drill) অন্যতম উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। 

মেট্রোয় মকড্রিল
  • 5/10

এই কর্মসূচিতে মেট্রোর বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। 

মেট্রোয় মকড্রিল
  • 6/10

প্রসঙ্গত মেট্রোতে মাঝে মধ্যেই ধোঁয়া বের হওয়ার অভিযোগ ওঠে। যার জেরে আতঙ্কও ছড়ায় যাত্রীদের মধ্যে। সেইদিক থেকে এই ধরনের মকড্রিল বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন যাত্রীরাও।

মেট্রোয় মকড্রিল
  • 7/10

আর শুধু আগুন মোকাবিলার মকড্রিলই নয়, এই ধরনের অন্যান্য কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে মেট্রোর তরফে। 

Advertisement
মেট্রোয় মকড্রিল
  • 8/10

দিনকয়েক আগে এই ধরনের আরও একটি মকড্রিলের আয়োজন করা হয়। সেটি হয়েছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। 

মেট্রোয় মকড্রিল
  • 9/10

তাতে মেট্রোতে কোনওরকম রাসায়নিক দুর্ঘটনা ঘটলে তা মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গোটা মকড্রিলটি পরিচালনা করেন এনডিআরএফ-এর কর্মীরা।

মেট্রোয় মকড্রিল
  • 10/10

এই ধরনের পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে কী ভাবে যাত্রীদের উদ্ধার করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মেট্রো কর্মীদের।

Advertisement