scorecardresearch
 
Advertisement
কলকাতা

Republic Day 2021: মেট্রো ভবনে পতাকা উত্তোলন, যাত্রী পরিষেবায় আরও গুরুত্ব মনোজ যোশীর

মেট্রোরেলে প্রজাতন্ত্র দিবস উদযাপন
  • 1/5

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) মেট্রো ভবনে পতাকা উত্তোলন করলেন মেট্রোরেলের (Metro Rail) জেনারেল ম্যানেজার মনোজ যোশী। তাঁকে গার্ড অফ অনার জানায় আরপিএফ এবং ভারত স্কাউটস ও গাইডস।

মেট্রোরেলে প্রজাতন্ত্র দিবস উদযাপন
  • 2/5

এদিন মেট্রোর বেশকিছু সাফল্য তুলে ধরেন তিনি। যোশী জানান, চলতি অর্থবর্ষে গত ডিসেম্বর পর্যন্ত যাত্রীদের থেকে মেট্রোর রোজগার হয়েছে ১৪.৯১ কোটি টাকা। সেপ্টেম্বর ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ৮৫.১১ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়েছে মেট্রো। পাশাপাশি ৭টি শিশুকে উদ্ধারও করেছে আরপিএফ।

 মেট্রোরেলে প্রজাতন্ত্র দিবস উদযাপন
  • 3/5

তিনি আরও জানান গত ২৩ ডিসেম্বর নোয়াপাড়া - দক্ষিণেশ্বর মেট্রোপথের প্রথম ট্রায়াল রান সফল হয়েছে। খুব তাড়াতাড়িই যাত্রীরা মেট্রো করে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি।

Advertisement
মেট্রোরেলে প্রজাতন্ত্র দিবস উদযাপন
  • 4/5

পাশাপাশি অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জের সুবিধা এবং মেট্রোর নতুন অফিসিয়াল অ্যাপও এসেছে বলেন জানান জেনারেল ম্যানেজার। তাছাড়া লকডাউনের সময় কালীঘাট, যতীন দাস পার্ক, চাঁদনি চক এবং মহাত্মা গান্ধী রোড স্টেশনে ৪টি চলমান সিঁড়ি বদলানো এবং চালু থাকা সমস্ত প্রকল্পের কাজা জারি ছিল বলেও জানান তিনি।

মেট্রোরেলে প্রজাতন্ত্র দিবস উদযাপন
  • 5/5

অন্যদিকে সুরক্ষা, সময়ানুবর্তিতা ও যাত্রী সুবিধা বৃদ্ধিতে জোর দেওয়ার পাশাপাশি কর্মীদের আরও বেশি করে পরিষেবা দেওয়ার পরামর্শ দেন মেট্রোর জেনারেল ম্যানেজার।  

Advertisement