রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট। এমনিতেই এখন ঠান্ডায় কাঁপছে রাজ্য। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো। তারই মধ্যে আবহাওয়ার বড় আপডেট। ফের কমবে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে ফের কমবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।সোমবার কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। তবে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর,কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে কমছে। তবে মঙ্গল ও বুধবার সেই তাপমাত্রা আরও কমতে পারে।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সব জেলাগুলোতে তাপমাত্রা এক ধাক্কায় কমতে পারে মঙ্গলবার থেকে।
আবার পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে এখন এমনিতেই তাপমাত্রা কম। শীতে রীতিমতো কাঁপছে সেই সব জেলার মানুষ। আগামী কয়েকদিনেও সেই সব জেলায় তাপমাত্রা আরও কমবে।
এদিকে দিন যত যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। খুশির খবর হল, আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকলেও এক ঝটকায় তা বাড়তে পারে শুক্রবার থেকে। অর্থাৎ সপ্তাহের শেষে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে।
ফলে বড়দিনের সময় কেমন ঠান্ডা থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর, ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে।
তার কারণ, বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাস্প ঢুকে ঠান্ডার আমেজ নষ্ট করতে পারে। সে সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৬-১৭ ডিগ্রিতে।