দুর্গাপুজোর আবহাওয়ার বড়সড় বদল। সপ্তমীর দিন আবহাওয়া ঠিক থাকবে। তবে অষ্টমী থেকেই বদলে যাবে আবহাওয়া। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। কারণ নিম্নচাপ।
আসলে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ মহাষ্টমীর দিনই গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়াবিদরা মনে করছেন, এই নিম্নচাপের জেরেই অষ্টমীর দিন বৃষ্টি হতে পারে
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ম তারপর বাঁক খেয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। আর বাংলাদেশের দিকে যাওয়ার সময়ই ভেজাতে পারে এই রাজ্য।
সুতরাং অষ্টমীর দিনই বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায়।
তবে নবমী থেকে জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। বৃষ্টির পরিমাণ হাল্কা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা বেশি।
নবমীর দিন থেকে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বৃষ্টি হতে পারে।
আবার দশমী ও একাদশী অর্থাৎ ২৪ এবং ২৫ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।
এই ২ দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশের মুখ ভার থাকবে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ এতটাই গভীর হতে পারে যে, মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এর জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।