বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার জন্য দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আগামী ২-৩ দিন তাপমাত্রা অনেকটা বাড়বে।
কলকাতার রাতের তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। তবে আশা করা হচ্ছে এই নিম্নচাপের প্রভাব বুধবার থেকে অনেকটা কমে যাবে। ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।
সেই সময় কলকাতার তাপমাত্রা ফের ১৮ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার উপরের পাঁচটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে।