আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ৪৮ ঘণ্টা পরে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আগামী ২২ ও ২৩ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতায় ২২ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে ঠান্ডার আমেজ কিছুটা হলেও বাধা পাবে এই বৃষ্টির জেরে। বৃষ্টি একবার কমলেই ফের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
কদিন আগেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে।