scorecardresearch
 
Advertisement
কলকাতা

Cyclone Forecast: আবার শক্তিশালী ঘূর্ণিঝড়? হাওয়া অফিস বলল, 'কিছু একটা ঘটছে'

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 1/10

তাপপ্রবাহে হাঁসফাঁস দশা গোটা দক্ষিণবঙ্গে। গোটা চৈত্র মাস কালবৈশাখীহীন। মাঝ বৈশাখেও দেখা নেই বৃষ্টির। এমতাবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে একটি অশনি সংকেতও রয়েছে।      
 

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 2/10

মে মাসেই আয়লা ও আমফানের মতো ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল। এবারও মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 3/10

মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। তবে তার অভিমুখ এতটা আগেভাগে বলা সম্ভব নয়। 
 

Advertisement
বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 4/10

ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ না বাংলাদেশে যাবে তা এখনও স্পষ্ট নয়। কারণ এতটা আগেভাগে তা বলা সম্ভবও নয়। ফণী শেষ মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে চলে গিয়েছিল।  

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 5/10

বঙ্গোপসাগরে আবহাওয়ার গতিপ্রকৃতিতে যা দেখা যাচ্ছে, ৫ মে থেকে একটি ঘূর্ণাবর্ত হতে চলেছে। ক্রমে ৮ মে পর্যন্ত তা বড় আকার ধারণ করছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 6/10

উত্তর ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ওই ঘূর্ণাবর্ত। সেটাই পরিণিত হবে নিম্নচাপে। এবং যেভাবে ৮ মে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে তাতে একটি ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হচ্ছে।     
 

বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 7/10

আজতক বাংলার তরফে আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান,'এতটা আগেভাগে বলা সম্ভব নয়। আমরা ঠিক সময়ে জানিয়ে দেব।'   

Advertisement
বঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা?
  • 8/10

ঘূর্ণাবর্ত কি তৈরি হতে চলেছে? সঞ্জীব বলেন,'কিছু একটা হতে চলেছে। সেটা ঠিক জানিয়ে দেওয়া হবে। এখনও বলার মতো সময় আসেনি।'    

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
  • 9/10

এদিকে শনিবার থেকে গরম কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের বেশি কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 
 

বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
  • 10/10

এদিকে শনিবার থেকে গরম কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের বেশি কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 
 

Advertisement