Weather Forecast : আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়ের পাশাপাশি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী শনিবার ৫ জেলায় ঝড়ের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বড় রকমের কোনও পার্থক্য হবে না। ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ৪টি জেলায় তাপপ্রবাহ চলবে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চলবে তাপপ্রবাহ। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টি হয়নি। উল্টে তাপপ্রবাহের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।